শেষ রক্ষা হল না। চিরঘুমে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্ধু আবের হত্যায় শোকবিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আচমকা এই ঘটনায় স্তম্ভিত তিনি। 'পদ্মশ্রী' আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Advertisment
এ দিন শোক প্রকাশ করে টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'আমার সাম্প্রতিক জাপান সফরের সময়, আমি শিনজো আবের সঙ্গে দেখা করা এবং অনেক বিষয়ে আলোচনার সুযোগ পেয়েছিলাম। তিনি বরাবরের মতো বুদ্ধিমান এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন ছিলেন। সেই সাক্ষাৎই হবে আমাদের শেষ দেখা- এটা ভাবতে পারিনি। তাঁর পরিবার এবং জাপানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।'
টুইটে প্রদানমন্ত্রীর সংযোজন, 'ভারত-জাপান সম্পর্ককে কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বের বিশেষ স্তরে উন্নীত করতে মাননীয় আবের বিশাল অবদান ছিল। আজ সমগ্র ভারত, জাপানের সঙ্গেই শোকার্ত এবং আমরা এই কঠিন মুহূর্তে আমাদের জাপানি ভাই ও বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।'
এরপরই মোদী ঘোষণা করেছেন যে, 'প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা স্বরূপ ২০২২-এর ৯ জুলাই ভারতে একদিনের জাতীয় শোক পালন করা হবে।'
শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হন ৬৭ বছরের জাপানি রাজনীতিবিদ শিনজো আবে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। কয়েক ঘণ্টা হাসপাতালে তাঁকে বাঁচানোর জন্য মরণপণ লড়াই চালিয়ে গিয়েছিলেন চিকিৎসকরা। তবে শেষ রক্ষা করা যায়নি।
জাপানের সংবাদসংস্থা এনএইচকে জানিয়েছে, শিনজো আবেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪১ বছরের টেটসুয়া ইয়ামাগামিকে। ধৃত ব্যক্তিও নারা শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জাপানের নৌ বাহিনীর একজন প্রাক্তন কর্মী।
এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে পিছন থেকে নিজের তৈরি বন্দুক দিয়ে গুলি করে টেটসুয়া ইয়ামাগামি। শিনজোর কাজে তাঁর অসন্তোষ ছিল টেটসুয়ার। তাই সে এই হামলা চালিয়েছে বলে জেরায় পুলিশকে জানিয়েছে টেটসুয়া ইয়ামাগামি।