Advertisment

চড়ছে পেট্রোল-ডিজেলের দাম; তেল সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মোদী

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মাসের শুরুতেই  অপরিশোধিত তেলের দাম লিটার পিছু আড়াই টাকা কমানো হয়েছিল দেশ জুড়ে। রাজ্যগুলোকেও ভ্যাট কমানোর জন্য অনুরোধ করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। 

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

পেট্রোলের বাড়তে থাকা দাম নিয়ে দেশবাসী নাজেহাল। এইরকম অবস্থায় সোমবার প্রধানমন্ত্রী মোদী দেখা করতে চলেছেন দেশি এবং আন্তর্জাতিক তেল সংস্থা প্রধানদের সঙ্গে। পিটিআই সূত্র অনুযায়ী পাওয়া খবর বলছে, বৈঠকে তেল শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

Advertisment

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ বৈঠকে উপস্থিত থাকবেন ওপেক সাধারণ সচিব মহম্মদ বারকিন্দো, সৌদি আরবের পেট্রোলিয়াম মন্ত্রী, রিলায়েন্স কর্ণধার মুখেশ আম্বানি, বেদান্ত গোষ্ঠীর কর্ণধার অনিল আগরওয়াল প্রভৃতিরা। ওএনজিসি, আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, গেইল-এর মতো সংস্থার চেয়ারম্যানেদেরও বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

রাজধানীতে সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮২ টাকা ৭২ পয়সা এবং ৭৫ টাকা ৪৬ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ৮৮ টাকা ১৮ পয়সা/লিটার। ডিজেলের দাম ৭৯ টাকা ১১ পয়সা/লিটার। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৪ টাকা ৫৪ পয়সা/ লিটার এবং ৭৭ টাকা ৩১ পয়সা/লিটার।

আরও পড়ুন, Rs 7500 Cashback on Petrol, Diesel: তেল কিনলে পকেট ভারী করার ব্যবস্থা করছে ডিজিটাল ওয়ালেট সংস্থাগুলো

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মাসের শুরুতেই অপরিশোধিত তেলের দাম লিটার পিছু আড়াই টাকা কমানো হয়েছিল দেশ জুড়ে। রাজ্যগুলোকেও ভ্যাট কমানোর জন্য অনুরোধ করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সোমবারের বৈঠক পরিচালনার দায়িত্বে রয়েছে নীতি আয়োগ। দেশে জুড়ে বাড়তে থাকা তেলের দামের সঙ্গে লড়ার সম্ভাব্য সব উপায় নিয়েই আলোচনা হবে বৈঠকে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, দেশে ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলার উপায় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশে তেল এবং গ্যাসের উৎপাদন বাড়াতে কেন্দ্র বেসরকারি বিনিয়োগের দিকে ঝুঁকছে ক্রমশ। উৎপাদনের হার অপরিবর্তিত থাকা সত্তেও বিগত কয়েক বছরে জ্বালানি তেলের চাহিদা বার্ষিক ৫ থেকে ৬ শতাংশ হারে বাড়ছে।

Mukesh Ambani petrol diesel price narendra modi petrol diesel india
Advertisment