৩০ মে সন্ধে সাতটায় প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী ও অন্যান্য় মন্ত্রিবর্গকে শপথ বাক্য পাঠ করাবেন।
শনিবার রাষ্ট্রপতি কোবিন্দ মোদিকে অনুরোধ করেন মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ও শপথগ্রহণ অনুষ্ঠানের দিন তারিখ সম্পর্কে জানাতে অনুরোধ করেন।
গতকাল রাতে মোদী রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। তার ঠিক আগেই বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি। বিজেপি সভাপতি অমিত শাহের নেতৃত্বে এনডিএ-র এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এনডিএ-র দলগুলির সমর্থনের চিঠিও দিয়েছে।