আজ যদি লোকসভা ভোট হয়, তাহলে ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী সরকার। এবিপি নিউজ-সি ভোটারের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। এবিপি নিউজ চ্যানেলে সম্প্রচারিত এই সমীক্ষায় জানানো হয়েছে, এন ডি এ পাবে ২৭৬টি আসন। তাদের ভোট শেয়ার থাকবে ৩৮ শতাংশ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১১২টি আসন পাবে বলে সমীক্ষায় পূর্বাভাস করা হয়েছে। তাদের ভোট শেয়ার হবে ২৫ শতাংশ। অন্যান্যরা ৩৬ শতাংশ ভোট শেয়ার সহ ১৫৫টি আসন হয়েছে।
সি ভোটারের এই সমীক্ষায় ইউপিএ-র পক্ষে পাঞ্জাব ও দক্ষিণের রাজ্যগুলির বিশাল জয়ের পূর্বাভাস করা হয়েছে। এই সমীক্ষায় ২০১৯ সালের লোকসভা ভোটের আঁচ পাওয়া যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন, কংগ্রেসের সঙ্গে জোট নয়, রাজস্থান-মধ্যপ্রদেশের ভোট নিয়ে জানিয়ে দিলেন মায়াবতী
সমীক্ষা অনুসারে ওড়িশা এবং হরিয়ানায় বেশ কিছু আসন পাবে এন ডি এ, এবং পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে তাদের জয় হবে ব্যাপক। দিল্লিতে গেরুয়াবাহিনী সমস্ত আসন পাবে বলেই সমীক্ষার পূর্বাভাস। এছাড়া সমীক্ষা অনুযায়ী রাজস্থান, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের তাদের শক্তি অক্ষুণ্ণ থাকবে।
মহাজোট হলে উত্তরপ্রদেশে ইউপিএ অর্ধেকের বেশি আসন জিততে চলেছে। কিন্তু সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট না হলে কংগ্রেস সেখানে ব্যাপকভাবে হারবে।
এবিপি-সিভোটার সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, মহাজোট হলে কংগ্রেস সেখানে সামান্য ব্যবধানে জিতবে, আর এনডিএ জোট বজায় থাকলে তারা সেখানে অধিকাংশ আসন পাবে।
মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ বিজেপি। এমনকি শিবসেনা যদি এনডিএ থেকে বেরিয়েও যায় তাহলেও বিজেপি সেখানে জিতবে বলেই সমীক্ষার মত। ইউপিএর ক্ষেত্রে, এনসিপি এবং কংগ্রেস এবং শিবসেনা যদি জোট করে তাহলে সেখানে তাদের একটা সম্ভাবনা রয়েছে।