Advertisment

মোদী মোদী রবে মুখরিত সিডনি, জনপ্রিয়তায় নমোকে সেলাম অজি প্রধানমন্ত্রীর

দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Anthony Albanese,India and Australia,PM Modi Australia Visit

তিনদিনে চার দেশের সফরে গিয়েছিলেন। জাপান, পাপুয়া নিউগিনি হয়ে শেষ গন্তব্য ছিল অস্ট্রেলিয়া। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফরের শেষ দিন। তার তিন দিনের সফরে, প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং নেতাদের সঙ্গে দেখা করেন। এই সময়, প্রধানমন্ত্রী সিডনির অলিম্পিক পার্কে হাজার হাজার প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন।

Advertisment

এরপর সিডনিতে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অব অনারও দেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাজির ছিলেন। সিডনিতে অনুষ্ঠিত মেগা শো চলাকালীন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ প্রধানমন্ত্রী মোদীকে তার সফরের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

একই সময়ে, প্রধানমন্ত্রী মোদীও আলবেনিজকে বলেছেন যে তিনি এমন দুর্দান্ত সংবর্ধনা দেখে অভিভূত। সেই সঙ্গে বিদেশের মাটিতে জনপ্রিয়তার প্রমাণ আরও একবার দিলেন প্রধানমন্ত্রী মোদী। সিডনিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে উপস্থিত জনতার মধ্যে বিপুল উন্মাদনা দেখা গেল। ভারতীয়দের সম্বোধন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় ভিত্তি হল 'পারস্পরিক বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা' এবং এর কৃতিত্ব অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রত্যেক প্রবাসী ভারতীয়’র।

প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ার একটি শহরতলির নাম পরিবর্তন করে 'লিটল ইন্ডিয়া' করা হয়। সিডনির শহরতলিতে হ্যারিস পার্ক বলে একটি এলাকা রয়েছে। সেখানে প্রচুর প্রবাসী ভারতীয় বসবাস করেন। ওই এলাকার নাম পরিবর্তন করে ‘লিটল ইন্ডিয়া’ রেখেছে অস্ট্রেলিয়ার সরকার। এর জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী বলেন, "অস্ট্রেলিয়ার উন্নয়নে ভারতীয়দের অবদানের স্বীকৃতিও হল লিটল ইন্ডিয়া।"

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী ব্রিসবেনে ভারতীয় কনস্যুলেট খোলারও ঘোষণা করেন। এই উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন যে মোদী যেখানেই যান, তাকে 'রকস্টার'-এর মতো স্বাগত জানানো হয় এবং আজ যেভাবে হয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের চেতনা অস্ট্রেলিয়ায় আনার জন্য আলবেনিজ মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তিনি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছেন।

সিডনিতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠান চলাকালীন, অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং আলবেনিজের মধ্যে আলোচনাও হয়েছিল। সেখানে দুই দেশের মত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মত একাধিক বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন, "দুই দেশের মধ্যে ভৌগলিক দূরত্ব রয়েছে, জীবনধারা ভিন্ন হতে পারে, তবে দুই দেশ একে অপরের সঙ্গে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে এক নিবিড় বন্ধুত্বের নজির গড়েছে”। নমোর এই জনপ্রিয়তাকে কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তার সঙ্গে তুলনায় টানেন অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী। অ্যালবানিজ বলেন, এই ধরনের জনপ্রিয়তা এর আগে ছিল একমাত্র স্প্রিংস্টিনের।

modi
Advertisment