জীবনের আশা হারিয়ে ফেলেছি, এর থেকে মৃত্যুই ভাল। আদলতের সামনে কান্না ভেজা চোখে একথা বলতে শোনা গেল জেট এয়ারওয়েজের কর্ণাধার নরেশ গোয়েলকে।
নরেশ গোয়েল ১৯৯৩ সালে জেট এয়ারওয়েজ চালু করেন। নরেশ গোয়েলের বিরুদ্ধে ৫৩৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গত বছরের ১ সেপ্টেম্বর নরেশ গোয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি আর্থার রোড কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।জামিনের শুনানির আবেদন চলাকালীন নরেশ গোয়েল বিশেষ আদালতের সামনে হাত জোড় করে বলেছিলেন যে এই পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভাল।
আদালতের নথি অনুসারে, এই সময় নরেশ গোয়েলের চোখও ভিজে যায়। নরেশ গোয়েল বলেছিলেন যে তিনি তার স্ত্রী অনিতাকে খুব মিস করছেন, যিনি ফোর্থ স্টেজ ক্যান্সারে আক্রান্ত। এমন পরিস্থিতিতে নরেশ গোয়েল বিশেষ জজ এম জি দেশপান্ডের কাছে জামিনের আবেদন করেছিলেন। তাকে আদালতে হাজির করা হয় এবং কার্যক্রম চলাকালীন তিনি ব্যক্তিগত শুনানির জন্য অনুরোধ করেন, যাতে সম্মতি দেন বিচারপতি।আদালতের 'ডাইরি' অনুসারে, নরেশ গোয়েল হাত জোড় করে কাঁপতে কাঁপতে বলেছিলেন যে তাঁর স্বাস্থ্য প্রায় ভেঙে পড়েছে। স্ত্রী শয্যাশায়ী। একমাত্র মেয়েও অসুস্থ।
আদালতের তরফে গোয়েলকে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের পাশাপাশি যথাযথ চিকিৎসার আশ্বাসও দেওয়া হয়। এবিষয়ে আদালত তার আইনজীবীদের তার স্বাস্থ্যের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত মাসে তার জামিনের আবেদনে তিনি হার্ট, প্রোস্টেট, ইত্যাদির মতো বিভিন্ন রোগের উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন যে 'তিনি দোষী নন'। এখন মামলার পরবর্তী শুনানি হবে ১৬ জানুয়ারি।