Advertisment

 Republic Day 2024: শঙ্খধ্বনিতে শুরু কুচকাওয়াজ, কর্তব্য পথে 'নারী শক্তির' ঝলক চমকে দেবে! 

৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে 'নারীকেন্দ্রিক' এবং 'উন্নত ভারত' এবং 'ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি' হবে এর মূল থিম।

author-image
IE Bangla Web Desk
New Update
Republic Day 2024

৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে 'নারীকেন্দ্রিক' এবং 'উন্নত ভারত' এবং 'ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি' হবে এর মূল থিম।

আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। নারী শক্তির ঝলক দেখা যাবে আজকের কুচকাওয়াজে। "নারী ক্ষমতায়ন" এর উপর ২৬টি ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেবে। আর্থ-সামাজিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা এবং মহিলা বিজ্ঞানীদের অবদানের এক খণ্ডচিত্র তুলে ধরা হবে এই ট্যাবলোর মাধ্যমে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে কর্তব্যের পথে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হবে 'নারীকেন্দ্রিক' এবং 'উন্নত ভারত' এবং 'ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি' হবে এর মূল থিম।আজকের এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Advertisment

ভারত-চিন সীমান্তে মোতায়েন ITBP-এর যোদ্ধারা ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

জাতীয় পতাকা উত্তোলনের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন যে 'আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে প্রতিশ্রুতি নিয়েছি যে ভারত হবে একটি সক্ষম ভারত, ভারত হবে একটি উন্নত ভারত, ভারত হবে একটি স্বনির্ভর ভারত । দেশকে বিশ্বে এগিয়ে নিতে ভারত এক বিশেষ ভূমিকা রাখবে। এই অমৃত যুগে ভারতকে উন্নত ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য আজ আমাদের জন্য সংকল্পের দিন'।

পতাকা উত্তোলন করেন জেপি নাড্ডা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও
প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন- দেশের সকলস্তরের মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।

জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

জাতীয় পতাকা উত্তোলন করেন ভজনলাল শর্মা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

শ্রী মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গকে সাজানো হয়েছে তেরঙার রঙে
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে, শ্রী মহাকালেশ্বর মন্দিরে আরতির পরে শিবলিঙ্গকে তেরঙার রঙে সাজিয়ে তোলা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত দেশ। এই সময়ে, ভারত তার ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি দুর্দান্ত প্রদর্শনের মাধ্যমে কর্তব্য পথে একটি কুচকাওয়াজ উদযাপন করবে। শঙ্খ-বাঁশি-নাগারার তালে কর্তব্যপথে দাপিয়ে বেড়াবে নারী শক্তি।

৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আত্মনির্ভরশীলতা, নারী শক্তি এবং উন্নত ভারতের এক ঝলক দেখা যাবে কর্তব্য পথে। এই উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের সঙ্গে ফরাসি রাফেলও কুচকাওয়াজে অংশ নেবে। ফ্রান্সের সৈন্যরাও কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, যেখানে ভারতীয় বংশোদ্ভূত ৫-৬ জন সেনাও থাকবেন। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শঙ্খ ধ্বনি দিয়ে শুরু হবে যাতে প্রায় ১০০ জন শিল্পী একযোগে শঙ্খ ধ্বনি বাজাবেন।

আরও পড়ুন : < Republic Day 2024 Wishes: দূরে থেকেও প্রিয়জনদের সঙ্গে জুড়ে থাকুন, পাঠান প্রজাতন্ত্র দিবসের বিশেষ অভিনন্দন বার্তা, জানুন কীভাবে! >

প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে, যেখানে তিনি বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে এবং প্রায় ৯০ মিনিট ধরে চলবে।
প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে জাতীয় রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭০হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছেছেন। তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী।

কার্তব্যপথে উদযাপন শুরু

জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী

কুচকাওয়াজ অনুষ্ঠানে মহিলা শিল্পীরা

ফরাসী সামরিক দল দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে

Republic Day
Advertisment