Advertisment

নারোদা পাটিয়া মামলায় চার দোষীর জামিন সুপ্রিম কোর্টে

গত বছর ২০ এপ্রিল গুজরাট হাইকোর্ট  নিম্ন আদালতের রায় বহাল রেখে ২৯ জন অভিযুক্তের মধ্যে ১২ জনকে অপরাধী ঘোষণা করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চার দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নারোদা পাটিয়া গণহত্যা মামলায় চার অপরাধীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ে নারোদা পাটিয়ায় ৯৭ জনকে হত্যা করা হয়েছিল।

Advertisment

বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন এক বেঞ্চ মঙ্গলবার এই মামলায় চার অপরাধী- উমেশভাই সুরাভাই ভরওয়াড, রাজকুমার, পদ্মেন্দ্রসিং জসওয়ান্তসিং রাজপুত, এবং হর্ষদ ওরফে মুংড়া জিলা গোবিন্দ ছাড়া পারমার।

আরও পড়ুন, অধ্যাপক নিয়োগে বিভাগ অনুযায়ী সংরক্ষণ নীতি অনুসরণের পক্ষে সুপ্রিম রায়

গত বছর ২০ এপ্রিল গুজরাট হাইকোর্ট  নিম্ন আদালতের রায় বহাল রেখে ২৯ জন অভিযুক্তের মধ্যে ১২ জনকে অপরাধী ঘোষণা করে। ১৭ জনকে ছেড়ে দিয়েছিল নিম্ন আদালত, তার মধ্যে ছিলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানি।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাটের আমেদাবাদের নারোদা পাটিয়ায় উন্মত্ত জনতার হাতে খুন হন ৯৭ জন, যাঁদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।

গোধরায় সবরমতী এক্সপ্রেস জ্বালানোর পরের দিনই এই গণহত্যার ঘটনা ঘটে।

supreme court gujarat
Advertisment