/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/rss-mohan-759.jpg)
আরএসএস প্রধান মোহন ভাগবত। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
‘জাতীয়তাবাদ’ শব্দই নাকি বিজেপির প্রচারের অন্যতম প্রধান অস্ত্র! অন্তত এমনটাই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। এবার সেই জাতীয়তাবাদ’ শব্দ নিয়েই ‘আপত্তি’ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাঁচিতে এক অনুষ্ঠানে সরসংঘচালক বলেন, ‘‘ন্যাশনালিজম শব্দটা বলবেন না, এটা খানিকটা হিটলারের নাৎসিবাদের মতো...ন্যাশনালিজম মানে নাৎসিবাদ’’।
ঠিক কী বলেছেন মোহন ভাগবত?
বৃহস্পতিবার রাঁচিতে শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, ‘‘ন্যাশনালিজম শব্দটা ব্যবহার করবেন না। নেশান বলুন ঠিক আছে, ন্যাশনালিটি বলুন, তাও ঠিক আছে। কিন্তু ন্যাশনালিজম বলবেন না। ন্যাশনালিজমের মানে হিটলার, নাৎসিবাদ’’।
আরও পড়ুন: ‘কেউ মরতে এলে কীভাবে বাঁচানো যায়?’ সিএএ প্রতিবাদ প্রসঙ্গে প্রশ্ন যোগীর
#WATCH Ranchi: RSS chief recounts his conversation with an RSS worker in UK where he said "...'nationalism' shabd ka upyog mat kijiye. Nation kahenge chalega,national kahenge chalega,nationality kahenge chalgea,nationalism mat kaho. Nationalism ka matlab hota hai Hitler,naziwaad. pic.twitter.com/qvibUE7mYt
— ANI (@ANI) February 20, 2020
উল্লেখ্য, এই প্রথমবার নয়, গত বছরের অক্টোবর মাসেও ভাগবত বলেছিলেন, ‘‘ন্যাশনালিজম শব্দে ভয় পায় মানুষ, কারণ, তাঁরা হিটলার, মুসোলিনির কথা ভাবেন। কিন্তু ভারতে ন্যাশনালিজমের মানে আলাদা’’। গত সপ্তাহে আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য বলেছিলেন, ‘‘ন্যাশনালিজম ভারতীয় কনসেপ্ট নয়’’।
আরও পড়ুন:প্রকাশ্য জামিয়ার ভিডিও, পুলিশের ডিউটি রোস্টারে নজর তদন্তকারী দলের
প্রসঙ্গত, জাতীয়তাবাদ শব্দে ভর করেই ভোটের প্রচারে ঝাঁপায় বিজেপি, এমনটাই ব্যাখ্যা রাজনৈতিক মহলের একাংশের। মোদী, শাহ-সহ বিজেপি নেতাদের মুখেও জুড়ে থাকে এই শব্দ। আর সেই শব্দ ব্যবহার নিয়েই যেভাবে ‘বিধিনিষেধে’র কথা বললেন আরএসএস প্রধান, তা উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন