Advertisment

নৌবাহিনীতেও করোনার থাবা! আক্রান্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার

ভোপালে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে এসেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
Navy Chief, R Hari Kumar, Covid-19

করোনা আক্রান্ত নৌসেনা প্রধান আর হরিকুমার।

করোনা আক্রান্ত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার। ভোপালে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে এসেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী মোদীও। দেশে বাড়তে থাকা করোনার কারণে মোদীর সভায় যোগদানের আগে সকলেরই করোনা পরীক্ষা হয়। সেখানেই করোনা পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে অ্যাডমিরাল হরি কুমারের। এরপরই তিনি তড়িঘড়ি বিশেষ বিমানে দিল্লি ফিরে যান।

Advertisment

সম্মেলনে নৌবাহিনী, সেনা ও বিমানবাহিনী প্রধান, সিডিএস, প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন ৩০ মার্চ শুরু হয়ে ১ এপ্রিল শেষ হয়। শনিবার সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর অ্যাডমিরাল আর হরি কুমার ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী আরও ২০ জন আধিকারিকের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।

নৌবাহিনী সূত্রের খবর “নৌসেনা প্রধান সমাপ্তি অধিবেশনের আগে কোভিড-১৯-এ আক্রান্ত হন । তিনি অধিবেশনে যোগ দেননি।" জানা যায় যে অ্যাডমিরাল কুমার বৃহস্পতিবার এবং শুক্রবার সম্মেলনে যোগ দিয়েছিলেন। জয়েন্ট কমান্ডারস কনফারেন্স একটি দ্বিবার্ষিক ইভেন্ট, যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা অংশগ্রহণ করেন।

Indian Navy
Advertisment