Advertisment

Navy sends INS Chennai: আরব সাগরে জাহাজ ছিনতাই আটকাল নৌবাহিনী, ১৫ ভারতীয়কে উদ্ধারে অভিযান

নৌবাহিনীর নজরদারি বিমান ক্রমাগত এলাকা পর্যবেক্ষণ করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Navy hijack

ডিসেম্বরে, নৌবাহিনী ভারতীয় উপকূল থেকে প্রায় 700 নটিক্যাল মাইল দূরে আরব সাগরে একটি মাল্টা-পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে জলদস্যুতার ঘটনায় সহায়তা করেছিল। (প্রতিনিধিত্বমূলক ছবি)

আরব সাগরে আরেকটি জাহাজ ছিনতাই বানচাল করেছে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসবাদী হামলা অব্যাহত রয়েছে। এদিকে, আরব সাগরে একটি জাহাজ ছিনতাই বানচাল করেছে ভারতীয় নৌবাহিনী। এই জাহাজের ক্রুদের অনেক সদস্যই ভারতীয়। এই জাহাজে লাইবেরিয়ার পতাকা রয়েছে। জানা গিয়েছে জাহাজে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছেন। জাহাজের সকল ক্রু মেম্বার নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

Advertisment

আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করার চেষ্টা বানচাল করেছে ভারতীয় নৌবাহিনী। ব্রিটিশ সামরিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বৃহস্পতিবার কার্গো জাহাজ এমভি লীলা নরফোকের ছিনতাইয়ের খবর দিয়েছে। নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে একটি সামুদ্রিক ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে যেখানে একটি লাইবেরিয়ান-পতাকাবাহী জাহাজ হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, জাহাজটি ইউকেএমটিও পোর্টালে একটি বার্তা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সশস্ত্র লোক জাহাজে উঠেছে।

সোমালিয়ার উপকূলের কাছে 'এমভি লিলা নরফোক' নামের একটি জাহাজ হাইজ্যাক করার চেষ্টা বানচাল করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী হাইজ্যাক হওয়া জাহাজটির উপর কড়া নজর রাখছে। গতকাল সন্ধ্যায় হাইজ্যাকের বিষয়ে তথ্য পেয়েই আসরে নামে ভারতীয় নৌসেনা। সোমালিয়ার উপকূলে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন যে হাইজ্যাক জাহাজটির ওপর নজরদারি চলছে, জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ হাইজ্যাক হওয়ার খবর পেয়েই জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে।

গতকাল সন্ধ্যায় প্রায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় আততায়ীরা জাহাজটিকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এরপরই তৎপর হয় নৌবাহিনী। ভারতীয় নৌসেনা জানিয়েছে, নৌবাহিনীর বিমানগুলি জাহাজের ওপর নজর রাখছে। নৌবাহিনী জানিয়েছে অভিযানের জন্য মোতায়েন আইএনএস চেন্নাই, জাহাজটিকে সাহায্য করতে ইতিমধ্যেই রওনা দিয়েছে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, আইএনএস চেন্নাই জাহাজটিকে সহায়তা করতে আসছে।

আমেরিকান নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মতে, নভেম্বর থেকে লোহিত সাগর এলাকায় প্রায় দুই ডজন পন্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইলও ব্যবহার করা হচ্ছে। এসব হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী লোহিত সাগর এবং এডেন উপসাগরে তাদের তৎপরতা বাড়িয়েছে। নৌবাহিনীর নজরদারি বিমান ক্রমাগত এলাকা পর্যবেক্ষণ করছে।

Indian Navy
Advertisment