Advertisment

Indian Navy: 'বিপর্যয়ে'র মুখে 'জাত' চেনাল ভারত, রুদ্ধশ্বাস অভিযানে রক্ষা পেল জাহাজ, প্রাণে বাঁচল ২৩ পাকিস্তানি

জলদস্যুদের আক্রমণের মুখে ত্রাতা হয়ে উঠল ভারতীয় নৌবাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
indian navy

মাছ ধরার জাহাজটি সোকোট্রার প্রায় 90 নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল এবং জানা গেছে যে নয়টি সশস্ত্র জলদস্যু তাতে চড়েছিল। (সূত্র: X/@indiannavy)

জলদস্যুদের আক্রমণের মুখে ত্রাতা হয়ে উঠল ভারতীয় নৌবাহিনী। 'বিপর্যয়ে'র মুখে 'জাত' চেনাল ভারত। উদ্ধার হল ইরানি জাহাজ, বাঁচল ২৩ জন পাকিস্তানির প্রাণ।

Advertisment

শুক্রবার (২৯ মার্চ) নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এডেন উপসাগরে জলদস্যুদের আক্রমণের মুখে পড়ে একটি ইরানি মাছ ধরার জাহাজ। খবর পেয়েই প্রাণের ঝুঁকি নিয়ে জাহাজটি উদ্ধার করে অভিযান শুরু করেন নৌবাহিনীর জওয়ানরা। প্রায় ১২ ঘন্টা ধরে চলে রুদ্ধশ্বাস অভিযান। অবশেষ নৌবাহিনীর শক্তির কাছে আত্মসর্পমন করতে বাধ্য হয় তারা। জাহাজে থাকা ২৩ জন পাকিস্তানি ক্রু'কে নিরাপদে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ইরানি মাছ ধরার জাহাজ 'আল-কাম্বার ৭৮৬' জলদস্যুদের কবলে পড়ে বৃহস্পতিবার। ইয়েমেনের সকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। এরপরই উদ্ধারের জন্য জাহাজটি থেকে বার্তা পাঠানো হয় আরব সাগরে থাকা ভারত নৌবাহিনীকে।

খবর পেয়েই নৌসেনার দুটি জাহাজ আইএনএস সুমেধা এবং আইএনএস ত্রিশূল অভিযানে নামে। শুক্রবার জলদস্যুদের কবলে পড়া জাহাজের একেবারে কাছে পৌঁছে যায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। এরপর ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধশ্বাস অভিযান। নৌসেনার শক্তির কাছে সোমালিয়ার জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উদ্ধার করা হয় জাহাজে থাকা ২৩ পাকিস্তানি ক্রু মেম্বারকে।

আরও পড়ুন : < ED summons Delhi Minister: লোকসভা ভোটের আগে বিরোধী মনোবলে বিরাট ভাঙন, ফের ইডি জেরার মুখে হেভিওয়েট মন্ত্রী >

Indian Navy
Advertisment