Naxal Attack in Chattishgarh: আইটিবিপি ক্যাম্পের এক কিলোমিটারের মধ্যে মাওবাদী হামলা। ছত্তিশগড়ে শহিদ দুই জওয়ান। জানা গিয়েছে শুক্রবার রাজ্যের নারায়ণপুর জেলার কাদেমাটা আইটিবিপি ক্যাম্পের ৪৫ ব্যাটালিয়নের উপর এই হামলা হয়েছে। এলাকা টহলদারির সময় ঘাপটি মেরে থাকা মাওবাদীদের একটি দল এই হামলা চালিয়েছে। লুঠ করেছে একটি একে-৪৭, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ওয়ারলেস সেট। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।
ঘটনা প্রসঙ্গে বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেন, ‘আক্রান্ত বাহিনীকে উদ্ধারে সাহায্যকারী দল পাঠানো হয়েছিল। তারাই দুই শহিদের দেহ ক্যাম্পে ফিরিয়ে এনেছেন।‘ রাজ্য পুলিশ সূত্রে খবর, বস্তারে সাম্প্রতিককালে ফের মাও নাশকতা বেড়েছে। চলতি বছরে একাধিক মাও হানায় আক্রান্ত আধা-সামরিক ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। নারায়ণপুরেই গত মাসে মাও হামলায় এক আইটিবিপি জওয়ান শহিদ হয়েছিলেন, জখম হয়েছিলেন আরও একজন। সেই হামলার সময় কংগ্রেস বিধায়কের কর্মসূচিতে এলাকা সুরক্ষিত করতে বেরিয়ে মাও হামলার মুখে পড়েছিল বাহিনী।
সেই মাসেই স্থানীয় এক কয়লা খনিতে হামলা চালায় মাওবাদীরা। খনির ম্যানাজারকে খুন করে আধ ডজন গাড়ি পুড়িয়ে দেয় তারা। মাওবাদীরা অপহরণ করেছিল খনির এক ডজন কর্মীকেও। এদিকে, চলতি বছর এপ্রিলে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট চলাকালীন বস্তারে বড়সড় হামলার মুখে পড়েছিল সিআরপিএফ জওয়ানরা। প্রায় ২২ জন জওয়ান শহিদ হয়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন