Advertisment

ফারুখ আবদুল্লাকে আটক করা নিয়ে কেন্দ্র ও জম্মু-কাশ্মীরকে সুপ্রিম নোটিস

ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লাকে আটক করা নিয়ে এবার কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Farooq Abdullah, ফারুক আবদু্ল্লা

ফারুক আবদু্ল্লা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লাকে কি আটক করা হয়েছে? রাজ্যসভার সাংসদ তথা এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকোর মামলার শুনানিতে এ প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট। এ ইস্যুতে সোমবার কেন্দ্র সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে নোটিস দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এস এ নাজিরের বেঞ্চ জানিয়েছে এ মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।

Advertisment

সোমবার এ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চায়, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে আটক করা হয়েছে কিনা। এ প্রশ্নের প্রেক্ষিতে ভাইকোর আইনজীবী জানান, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফারুখ আবদুল্লাকে আটক করা হয়নি। কিন্তু আমরা জানি না উনি কোথায় আছেন’’। আদালতে দেওয়া পিটিশনে ভাইকো দাবি করেছেন, চেন্নাইয়ে আয়োজিত একটি সেমিনারে অংশ নিতে দেওয়া হয়নি আবদুল্লাকে।

আরও পড়ুন: পরিবারের নথি নেই, এনআরসি থেকে বাদ শিলচরের ২০০ যৌনকর্মী

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্র মারফৎ জানতে পেরেছে, জম্মু-কাশ্মীর পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় ফারুখ আবদুল্লাকে আটক করা হয়েছে। সূত্রের খবর, স্বরাষ্ট্র দফতর তাঁকে আটক করেছে। কোনও বন্ধু বা পরিজনের সঙ্গে আবদুল্লার সাক্ষাতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ওই সূত্র।

গত সপ্তাহে দুই এনসি সাংসদকে আলাদা করে ফারুখ ও ওমর আবদুল্লার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল জম্মু-কাশ্মীর হাইকোর্টের শ্রীনগর বেঞ্চ। উল্লেখ্য, গত ৫ অগাস্ট থেকে বন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগে আটক করা হয় তাঁকে। ওমর আবদুল্লার পাশাপাশি আটক করা হয়েছে আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকেও।

Read the full story in English

national news
Advertisment