scorecardresearch

দ্বাদশের সিলেবাস থেকে বাদ গুজরাট দাঙ্গা, NCERT-র সিদ্ধান্তে তুমুল বিতর্ক

কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের ওপর চাপ কমাতেই সিলেবাসে এই বদল বলেই জানানো হয়েছে এনসিইআরটি’র) তরফে।

2002 Gujarat riots, 2002 Gujarat riots cases, gujarat riots, NCERT, NCERT textbooks, Indian Express, India news, current affairs, Indian Express News Service, Express News Service, Express News, Indian Express India News
দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস থেকে ' দ্য মুঘল কোর্ট, গুজরাট দাঙ্গা, ঠান্ডা যুদ্ধের মত বিষয়।

করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজ্যের অবস্থা প্রায় একই। তাই আগের থেকেই চিন্তা করা হয়েছিল পাঠ্যক্রম কাটছাঁটের। স্কুল বন্ধ সেই কারণে ছাত্রদের ক্লাস ঠিকমতো হচ্ছিল না, অনলাইনে ক্লাস নেওয়া হলেও সবাই সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল। তাই সিবিএসসি বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সিলেবাস কাটছাঁটের।

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস থেকে ‘ দ্য মুঘল কোর্ট, গুজরাট দাঙ্গা, ঠান্ডা যুদ্ধের মত বিষয়। বৃহস্পতিবার NCERT দ্বারা প্রকাশিত এক বিবৃতি অনুসারে জানানো হয়েছে, ‘গুজরাট দাঙ্গা’ দ্য মুঘল কোর্ট, , ঠান্ডা যুদ্ধের বেশ কয়েকটি বিষয় দ্বাদশ শ্রেণীর সিলাবাস থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে একাদশ শ্রেণীর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে শিল্প বিপ্লবের মত বিষয়কে।

পাশাপাশি কয়েকজন দলিত লেখকের কিছু সামগ্রী সপ্তম শ্রেনীর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে গুজরাটের স্কুলের সিলেবাসে গীতা পড়ানো হবে বিধানসভায় জানান গুজরাটের শিক্ষামন্ত্রী। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচীতে থাকছে গীতা। এই চলতি শিক্ষাবর্ষ থেকেই তা দেওয়া হচ্ছে। পড়ুয়াদের নীতি এবং মূল্যবোধ বাড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন গুজরাতের শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: [সুজনের মন্তব্যে রেগে আগুন কুণাল, আনলেন ভয়ঙ্কর অভিযোগ]

সাম্প্রদায়িক আবেগের প্রতি পড়ুয়াদের সংবেদনশীল করে তুলতেইসিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে , গুজরাট দাঙ্গা এমনটাই জানানো হয়েছে শনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং( এনসিইআরটি’র) তরফে। এর পাশাপাশি “ নকশাল আন্দোলনের ইতিহাস” এবং “জরুরী অবস্থা সম্পর্কিত বিতর্ক” সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের ওপর চাপ কমাতেই সিলেবাসে এই বদল বলেই জানানো হয়েছে এনসিইআরটি’র) তরফে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Ncert drops content on gujarat riots from class 12 textbook457928