Advertisment

উদ্ধব মন্ত্রিসভাতেও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

এর আগে ৮০ ঘন্টার জন্য বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ সরকারেরও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অজিত পাওয়ার

মহারাষ্ট্রের রাজনীতিতে মহানাটক দেখেছে দেশ। বিজেপি শিবসেনা বিচ্ছেদ যেনম লক্ষ্য করা গিয়েছে, তেমনই তৈরি হয়েছে নতুন জোট। শাসকের শিবির বদল হতেই পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীও। কিন্তু, নানা ভাঙা গড়ার মাঝেই অপরিবর্তিত অজিত পাওয়ারের পদ। উদ্ধব মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ার। এর আগে ৮০ ঘন্টার জন্য বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ সরকারেরও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো।

Advertisment

গত ২৪ নভেম্বর আগাড়ি জোটের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে। মন্ত্রিসভায় দু'ডজন মন্ত্রী পদ এতদিন ফাঁকাই ছিল। এবার সেই পদ পূরণ হতে চলেছে। আগামী ৩০ ডিসেম্বর কলেবরে বৃদ্ধি পাবে মহারাষ্ট্র মন্ত্রিসভা।

বহু নাটকের পর শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট মহারাষ্ট্রের সরকার গঠন করেছে। সিদ্ধান্ত হয়েছিল সেনার হাতে মুখ্যমন্ত্রীত্ব পদ থাকবে। উপমুখ্যমন্ত্রী হবেন এনসিপির পক্ষ থেকে। কিন্তু, দলে থেকে নজির বিহীনভাবে ফড়নবীশকে দ্বিতীয়বারের জন্য সরকার গড়তে সমর্থন করেন অজিত। আর তাতেই ছবিটা অন্যদিকে মোড় নেয়। কাকা-ভাইপো বিরোধ তুঙ্গে ওঠে পরে ভাইপো অজিতের ক্ষমা চাওয়াতে পরিস্থিতে ক্রমশ পাল্টাতে থাকে। তবে বহু যুদ্ধের বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার সেই সময়ই ভাইপোকে উপমুখ্যমন্ত্রী পদ দেননি। বরং এনসিপি নেতা অজিতের প্রতি জনগণের দৃ্ষ্টিঠিভঙ্গি বুঝতে অপেক্ষা করছিলেন। জানা গিয়েছে, অপেক্ষার অবসান হতে চলেছে। ৩০ ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন 'ছোটে' পাওয়ার।

ওইদিন এনসিপি থেকে মন্ত্রী হিসাবে শপথ নেবেন দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, রাজেন্দ্র সিংঘে, রাজেশ তোপে ও মানিক কোকাটে।

আরও পড়ুন: অজিত পাওয়ার: এনসিপির সঙ্গে সম্পর্ক এবং…

জোটের ফর্মুলায় সিপিকার পদ ছাডা়ও কংগ্রেস থেকে ১৩ জন ঠাকরে মন্ত্রীসভায় জায়গা পাবেন। বর্তমানে মহারাষ্ট্র সরকারে দু'জন কংগ্রেসের মন্ত্রী রয়েছেন। অশোক চহ্বাণ ও অমিত দেশমুখের মন্ত্রীত্ব হওয়া আটকে রয়েছে দলের কেন্দ্রীয় অনুমোদনের জন্য। সূত্রের খবর, এদিনই মন্ত্রিসভা বৃদ্ধির কথা থাকলেও হাত শিবিরের জন্যই তা পিছিয়ে গিয়েছে।

শিবসেনার পক্ষ থেকে মন্ত্রী পদে শপথ নেবেন, প্রকাশ অবিটকর, গুলাব পাটিল, দাদা ভাইসে, উদয় সামান্ত, বাচ্চু কুদা, সঞ্জয় রাঠোর এবং আবদুল সাত্তার।

Read  the full story in English

bjp Maharashtra ncp
Advertisment