দেশে বাড়ল দেশদ্রোহীতার মামলা। দু'বছরে প্রায় দ্বিগুণ হারে বাড়ল সেই মামলার সংখ্যা। ২০১৬ সালে যে সংখ্যা ছিল ৩৫, ২০১৮ সালে সেই সংখ্যাই পৌঁছল ৭০-এর ঘরে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে এমন তথ্যই প্রকাশিত হয়েছে। তথ্যে দেখা যাচ্ছে ২০১৮ সালে দেশদ্রোহিতার মামলায় জম্মু-কাশ্মীরে মামলার হার অনেক বেশি। ২০১৭ সালে যেখানে ছিল ১টি মামলা, ২০১৮ সালে সেই সংখ্যাটি ১২। উল্লেখ্য, গত বছরেই 'বিশেষ রাজ্যের' তকমা সড়িয়ে জম্মু এবং কাশ্মীর দুটি পৃথক কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়েছে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে যাবতীয় নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে বিশদে জানান, নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, দেশদ্রোহিতার ১৮টি মামলা নিয়ে শীর্ষস্থানে রয়েছে ঝাড়খণ্ড। অন্যদিকে, ১৭টি মামলায় আটক ২৭ জন নিয়ে অপরাধের নিরিখে প্রথম স্থানে আসাম। ঝাড়খণ্ড, আসাম, জম্মু-কাশ্মীরের পাশাপাশি কেরালা (৯) এবং মণিপুর (৪) ও রয়েছে তালিকার প্রথম পাঁচে। ২০১৭ সালে ৫১টি দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছিল। ২০১৮ সালে "রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ"-এ প্রায় ৫০ শতাংশ মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে "রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ"-এর সঙ্গে জড়িত মামলার হার কমতে থাকার পর পরই এই দেশদ্রোহিতার মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মামলা ২০১৬ সালে ছিল ১৭৮টি, ২০১৭ সালে ১৬০টি এবং ২০১৮ সালে ১৪৯টি। পাশাপাশি কমেছে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী বিরুদ্ধে মামলার সংখ্যা। ২০১৬ সালে যে সংখ্যা ছিল ১৪৩টি, ২০১৮ সালে সেই সংখ্যায় নেমে দাঁড়ায় ৭৯তে। রাষ্ট্রদ্রোহিতার পাশাপাশি বিশেষ ও স্থানীয় আইনের অধীনে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (ওএসএ)-এর অধীনে বৃদ্ধি পেয়েছে অপরাধ মামলার সংখ্যা। ৯০১ থেকে ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮২-তে।
আরও পড়ুন: ‘বাংলায় জেহাদি কার্যকলাপ’, নৈহাটি বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি লকেটের
ইউএপিএ অ্যাক্টের অধীনে অপরাধ মামলায় প্রথম পাঁচে শীর্ষস্থানে রয়েছে আসাম (৩০৮), দ্বিতীয়স্থানে মণিপুর (২৮৯), তৃতীয় জম্মু-কাশ্মীর (২৪৫) চতুর্থ ঝাড়খণ্ড (১৫৬) এবং পঞ্চমে উত্তরপ্রদেশ (১০৯)। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (ওএসএ)-এর অধীনে সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে মহারাষ্ট্রে। বিভিন্ন কারণে প্রায় ৬ মাস বাদে প্রকাশিত হল এনসিআরবির এই রেকর্ড। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে বিহার এবং পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্য এনসিআরবির কোনও জবাব না দেওয়ার কারণে রাজ্যগুলির ডেটা 'প্রভিশনাল' তালিকায় রাখা হয়েছে।
Read the full story in English