জাতীয় মহিলা কমিশনের অ্য়াডভাইসরিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংশোধনাগার খালি করতে বিচারাধীন মহিলা বন্দিদের জামিনে মুক্তি করা হোক। আইন মোতাবেক জামিনে মুক্তির বিষয়টি দেখতে হবে। এমনকি, যেসব বিচারাধীন বন্দি জামিন অযোগ্য় ধারায় অভিযুক্ত, তাঁদের ফৌজদারি আইনের ৪৩৭ (১) (ii) ধারায় জামিনের ব্য়বস্থা করা হোক। কমিশনের অ্য়াডভাইসরিতে এও বলা হয়েছে যে, দোষী সাব্য়স্তদের প্য়ারোলে মুক্তির বিষয়টিও বিবেচনা করে দেখার প্রয়োজন।
একইসঙ্গে সংশোধনাগারের পরিচ্ছন্নতার দিকটিতেও নজর রাখার কথা বলা হয়েছে। বেড শিট, বালিশের কভার, ইউনিফর্ম নিয়মিত পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্য়ানিটারি ন্য়াপকিন, প্রসাধনী সামগ্রী, সাবান, কাপড় পরিষ্কার করার ডিটারজেন্ট, শ্য়াম্পু, টুথব্রাশ ও পেস্টের বন্দোবস্ত রাখতে হবে। সব মহিলা বন্দিদের গ্লাভস, মাস্ক, স্য়ানিটাইজার দেওয়ার কথা বলা হয়েছে। সংশোধনাগারে স্বাস্থ্য় পরিষেবায় জোর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের সঙ্গে বন্দিদের ভিডিও কনফারেন্সিংয়ের ব্য়বস্থা করার কথা বলা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন