/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/Amit-Shah-PIC.jpg)
সন্ত্রাস দমনে অনেকটাই সফল কেন্দ্রের মোদী সরকার, এমনই মনে করেন শাহ।
গত আট বছর পর কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপ, উত্তর-পূর্বের বিদ্রোহ এবং মাওবাদীদের নিয়ন্ত্রণে যথেষ্ট সফল হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমিতে (SVPNPA) ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) ৭৪তম ব্যাচের প্রবেশনরদের পাসিং আউট প্যারেডে বক্তৃতা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই শাহ বলেন, 'ভারত সরকারের এজেন্সিগুলির নেতৃত্বে সারা দেশে পুলিশ বাহিনী কাজ করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর মতো একটি সংগঠনের বিরুদ্ধে একদিনে গোটা দেশে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে পুলিশ বাহিনী।'
Addressing the ‘Dikshant Parade’ of the IPS probationers of the 74 RR batch at SVPNA, Hyderabad.
https://t.co/Fx6rUPfLJm— Amit Shah (@AmitShah) February 11, 2023
অমিত শাহের কথায়, 'আট বছর পর সরকার জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী কার্যকলাপ, উত্তর-পূর্বের বিদ্রোহ এবং মাওবাদীদের নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সম্প্রতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করে আমরা বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ পেশ করেছি। এর থেকেই প্রমাণ হয় যে গণতন্ত্রের প্রতি আমাদের প্রতিশ্রুতি কতটা দৃঢ় এবং শক্তিশালী হয়েছে।"
আরও পড়ুন- ফের গরু নিয়ে মুখ খুললেন দিলীপ, ‘কাউ হাগ ডে’ প্রত্যাহারে মন খারাপ?
সন্ত্রাসবাদীদের দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসবিরোধী আইনের শক্তিশালী কাঠামো এবং এজেন্সিগুলোকে শক্তিশালী করা এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার কারণেই সন্ত্রাস-সংক্রান্ত ঘটনা কমে এসেছে।'
অমিত শাহ আরও বলেন, 'গত সাত দশকে দেশ বেশ কিছু উত্থান-পতন দেখেছে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু চ্যালেঞ্জিং সময়ের সাক্ষী থেকেছে দেশ। কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে ৩৬ হাজারের বেশি পুলিশকর্মী তাঁদের জীবন উৎসর্গ করেছেন।'