Massive federal layoffs: ট্রাম্পের বড় পদক্ষেপ! আমেরিকায় চাকরি হারালো হাজার হাজার মানুষ

US layoffs: মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। আশঙ্কা আদূর ভবিষ্যতেও আরও শ'য়ে শ'য়ে মানুষ চাকরি হারাতে পারেন। জানা গিয়েছে গোটা প্রক্রিয়া ইলন মাস্কের নেতৃত্বে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump Administration

মার্কিন প্রশাসনের ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে সরকারি কর্মচারীদের ছাঁটাই করেছে Photograph: (ফাইল ছবি)

US layoffs: ট্রাম্পের বড় পদক্ষেপ! আমেরিকায় চাকরি হারালো হাজার হাজার মানুষ।  

Advertisment

মার্কিন প্রশাসনের ব্যয় কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে সরকারি কর্মচারীদের ছাঁটাই করেছে। 

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার ফলে চাকরি হারিয়েছেন ১০ হাজার সরকারি কর্মচারী। দ্বিতীয় বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই একের পর এক বড় পদক্ষেপ নিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার মাত্র এক মাসও পেরোয় নি। তার মধ্যেই ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার  ৯,৫০০ জনেরও বেশি সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে ।

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে এই বড় পদক্ষেপ বলে মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। আশঙ্কা আদূর ভবিষ্যতেও আরও শ'য়ে শ'য়ে মানুষ চাকরি হারাতে পারেন। জানা গিয়েছে গোটা প্রক্রিয়া ইলন মাস্কের নেতৃত্বে করা হচ্ছে।

Advertisment

এখন পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে মার্কিন সরকারের স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণ সৈনিক, কৃষি, স্বাস্থ্য এবং মানব পরিষেবেবা বিভাগের কর্মচারীদের প্রাথমিকভাবে ছাঁটাই করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই ছাঁটাইয়ের মধ্যে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন।

ছাঁটাই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প বলেছেন যে ফেডারেল সরকারের মাথায় রয়েছে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা। গত বছর ঘাটতি ছিল ১.৮ ট্রিলিয়ন ডলার এবং মোট ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার। তিনি মনে করেন, বেশ কয়েকটি বিভাগে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কর্মী রয়েছেন এবং এই সংখ্যা অবিলম্বে  কমানো প্রয়োজন।

জানুয়ারিতেই ট্রাম্প প্রশাসন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে নোটিস পাঠিয়ে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেয়। এর বিনিময়ে সরকার জানিয়েছে, কর্মীদের ৮ মাসের বেতন দেওয়া হবে । এর সাথে, ট্রাম্প প্রশাসন সতর্ক করে দিয়ে জানিয়েছিল  যে যারা এই প্রস্তাব গ্রহণ করবে না তাদের চাকরির কোনও নিশ্চয়তা নেই।

এমন পরিস্থিতিতে, এখন পর্যন্ত ৭৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী এই বিকল্পটি বেছে নিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। আমেরিকায় ২৩ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন।

মহাশিবরাত্রিতে সবচেয়ে শুভ সময়ে স্নানে পূণ্য অর্জনের বিরাট সুযোগ, 'ব্রহ্ম মুহূর্তে' পুজোয় পান বিশেষ সাফল্য

Donald Trump Elon Musk