কোভিড মহামারির কারণে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে। সেই পর্যটন ব্যবসা আবারও আগামী কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। অন্তত সমীক্ষা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। কোভিডের সংখ্যা ক্রমশ হ্রাস পেতেই ভ্রমণপ্রিয় ভারতবাসী তাদের ব্যাগ প্যাক করার পরিকল্পনা সেরে ফেলেছে। আগামী তিন মাসের মধ্যেই পর্যটন ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে পারে।
লোকাল সার্কেলস দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে ৫৯ শতাংশ মানুষ আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে তাদের ট্যুর প্ল্যান করে ফেলেছে। ৫২ শতাংশ মানুষ যারা ভ্রমণের জন্য অতিমাত্রায় আগ্রহী। ২২ শতাংশ পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন এবং বাকী মানুষ ভ্রমণের ইচ্ছা পোষণ করলেও কবে তা এখনও ঠিক করতে পারেননি।
২০২১ সালে ডিসেম্বর মাসে ৫৮ শতাংশ মানুষ বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেই সংখ্যা ১ শতাংশ বেড়ে ৫৯ শতাংশে পৌঁছেছে। এটি নির্দেশ করে যে ওমিক্রনের সংখ্যা কমতে থাকায় মানুষের মধ্যে বেড়াতে যাওয়ার ইচ্ছাও প্রবল হচ্ছে। সমীক্ষাটি অনলাইনে চালানো হয়েছিল এবং ভারতের মোট ৩২১টি জেলার প্রায় ২০ হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। ৬৩ শতাংশ উত্তরদাতা ছিলেন পুরুষ এবং ৩৭ শতাংশ উত্তরদাতা ছিলেন মহিলা৷
ওমিক্রনের বিএ.১ এবং সাব-ভেরিয়েন্ট বিএ.২এই দুইয়েরই সন্ধান ইতিমধ্যেই ভারতে পাওয়া গেছে। তবে ব্যাপক টিকা-করণ এবং কড়া কোভিড বিধিনিষেধ এই দুই অস্ত্রকে ব্যবহার করে ভারত আজ তৃতীয় ঢেউয়ে অনেক ভাল অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আন্ত রাজ্য চলাচলের ওপর যাবতীয় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সেই সবের ওপর ভর করে আবার পর্যটন শিল্প মাথা তুলে আশা পর্যটন ব্যবসায়ীদের। এই সমীক্ষার ফলাফল যে তাদের নতুন করে অক্সিজেন দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।