গত পাঁচ দিন ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এমন পরিস্থিতিতে কীভাবে নিজের পরিবার-পরিজনকে ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা যায়! অবিলম্বে যে কোন মূল্যে দেশে ফিরে পরিবারের পাশে থাকার আর্জি ভারতে বসবাসকারী ইজরায়েলি নাগরিকদের।
শনিবার হামাস জঙ্গি সংগঠন ইজরায়েলের ওপর প্রায় ৫ হাজার রকেট হামলা চালায়। মৃত্যু হয় অসংখ্য মানুষের। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। এখন পর্যন্ত যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধের মর্মান্তিক অনেক ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে দিনরাত চোখের পাতা এক করতে পারছেন না তারা।
ইজরায়েলের ওপর হামাস জঙ্গিদের হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। শ’য়ে শ’য়ে ইজরায়েল, শিশু, মহিলা ও বৃদ্ধরা হামাসের আগুনে ঝলসে গিয়েছে। এমন সময়ে দেশে ফিরে পরিবারের পাশে থাকতে চাইছেন কেউ কেউ আবার কেউ সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে দেশে ফিরতে চেয়ে দিল্লির দরবারে আবেদন করেছেন। তাঁদের মধ্যেই রয়েছেন কলেজ ছাত্র লিন্ডান কোহেন। তিনি গত তিন সপ্তাহ ছুটি কাটাতে ভারতে ট্রেকিংয়ে এসেছিলেন। দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “দেশে যুদ্ধ চলছে। ভাই সেনাবাহিনীর এক সদস্য। মা দিন রাত চোখের পাতা এক করতে পারছেন না। আমাকে যে কোন মূল্যে দেশে ফিরতে হবে। টিকিটের জন্য যা দাম তা আমি দিতে রাজি। আমি শুধু চাই দেশে ফিরে যেতে”।
মণিপুরের উপজাতির অন্তর্গত একটি ইহুদি সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন শময়াল। যুদ্ধের খবর শুনে তিনি আর স্থির থাকতে পারছেন না। তিনি বলেন, আমি ফিরে যেতে চাই এবং পরিবারের জন্য তাদের পাশে আমি দেশে ফিরতে চাই। আমার বোনের বাগদত্তা অপহৃত হয়েছেন, আমি চাই তাকে মানসিকভাবে শক্তি জোগাতে, "।
দয়া, গত ১৬ বছর ধরে ইজরায়েলি ট্যুর গাইড হিসাবে কাজ করছেন। দেশে সফর রত ৩১ জনের একটি দলকে তিনি দেশের বিভিন্ন স্থান ঘুরিরে দেখাচ্ছিলেন। সেই সময়ই আসে যুদ্ধের খবর। সকলেই দেশে ফিরে যেতে চান। রবিবারই তাদের সকলের দেশে ফেরার টিকিট থাকলেও ফেরা সম্ভব হয়নি। দলের এক ইজরায়েলি মহিলা জানিয়েছেন, “সন্তানদের জন্য চিন্তায় রাতে ঘুমাতে কোনও দামের বিমানের টিকিট কিনতে রাজি আমি, শুধু দেশে ফিরে যেতে চাই…”।