/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/priyanka-759-new.jpg)
প্রিয়াঙ্কা গান্ধী।
'হাথরাসে যা ঘটেছে, তার বিরুদ্ধে দেশের সকল মহিলা সোচ্চার হন', মহর্ষি বাল্মিকী মন্দিরে প্রার্থনা সভায় যোগ দিয়ে এদিন একথাই বললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। অন্য়দিকে, পরিবারের অনুমতি না নিয়ে গভীর রাতে নির্যাতিতার দেহ যেভাবে তড়িঘড়ি করে দাহ করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে সোনিয়া-কন্য়া বলেছেন, পরিবারের অনুমতি না নিয়ে শেষকৃত্য় করা ঠিক হয়নি।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেছেন, ''দলিত তরুণীর জন্য় সুবিচার নিশ্চিত করতে সরকারের উপর আমাদের চাপ দিতে হবে। আমাদের দেশে এমন ঐতিহ্য় নেই যেখানে শেষকৃত্য়ে নির্যাতিতার বাবা, ভাই, পরিবারকে যেতে অনুমতি দেওয়া হয়নি''।
Congress leader Priyanka Gandhi attends prayer meeting for Hathras victim at Delhi's Valmiki temple. pic.twitter.com/V9byf0rT98
— The Indian Express (@IndianExpress) October 2, 2020
এরপরই কংগ্রেস নেত্রী বলেছেন, ''হাথরাসের মেয়ের বিচার চাইতে সকলে সোচ্চার হন, সকল মহিলার সরকারকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে''। তাঁর কথায়, ''তরুণীর সঙ্গে যা ঘটেছে, তাঁর পরিবার একলা সামলাচ্ছে, কারণ সরকারের থেকে কোনও সহায়তা মেলেনি। তাঁর পরিবার ভাবছে, তাঁরা একলা''।
আরও পড়ুন: ‘নারী নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, হাথরাসকাণ্ডের আবহে কড়া হুঁশিয়ারি যোগীর
হাথরাসের ঘটনাকে হাতিয়ার করে ইতিমধ্য়েই পথে নেমেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা। উত্তেজনার আঁচ পেয়েই বুধবার এ ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের কথা ঘোষণা করেছেন যোগী আদিত্য়নাথ।ফাস্ট-ট্র্য়াক কোর্টে দ্রুত মামলার শুনানি শুরুরও নির্দেশ দিয়েছেন যোগী।
এদিন, টুইটারে যোগী লিখেছেন, ”উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান নষ্ট করার ধারণা সমূলে নাশ করতে হবে। যারা এমন অপরাধ করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্য়েক মা-বোনেদের সুরক্ষা ও উন্নতিতে উত্তরপ্রদেশ সরকার অঙ্গীকারবদ্ধ”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন