Advertisment

NEET UG 2024: নিট-ইউজি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে, কী জানাল আদালত?

Supreme Court Hearing: ৬ জুলাই থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরুর কথা ছিল। কিন্তু, শীর্ষ আদালতের নির্দেশে তা বাতিল হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court dismissed the case filed against Justice Amrita Sinhas husband

Supreme Court: সুপ্রিম কোর্ট।

NEET UG Exam: নতুন করে আর নিট-ইউজি পরীক্ষা নেওয়া হবে না। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত এই পরিস্থিতিতে হয়ে যাওয়া নিট-ইউজি পরীক্ষাকেই বহাল রাখল। আদালত মনে করেছে, নতুন করে পরীক্ষা নেওয়া হলে, তাতে ২৪ লক্ষ পরীক্ষার্থীর ব্যাপক ক্ষতি হবে। আর, সেই কারণেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দিয়েছে।

Advertisment

আদালত জানিয়েছে

আদালত একইসঙ্গে এই পরীক্ষায় বিরাট মাপের কারচুপির অভিযোগও উড়িয়ে দিয়েছে। এই প্রসঙ্গে আদালত জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত কোনও ত্রুটির প্রমাণ মেলেনি। তাই একথা বলা যায় না যে, এই পরীক্ষায় বিরাট কোনও কারচুপি হয়েছে। আদালতের মতে, 'রেকর্ডে থাকা নথিগুলো মোটেও এমন ইঙ্গিত দেয় না যে, প্রশ্নপত্র পরিকল্পনামাফিক ফাঁস হয়েছে।'

NEET-UG 2024, Supreme Court of India
NEET-UG 2024: পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন পরীক্ষার্থীরা। (ছবি- এক্সপ্রেস)

উল্লেখ্য যে, গত ৫ মে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নেওয়া হয়েছিল। তার ফল প্রকাশের পরে দেখা যায় যে, প্রথম স্থানাধিকারী ৬৭ জন। এর পরই এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিস্তর অভিযোগ ওঠা শুরু করে। তারমধ্যেই উঠে আসে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগও। অনেককে গ্রেস মার্কসও দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা সেই অভিযোগ তুলেছিলেন। যা পরে স্বীকার করে নিয়েছিল এই পরীক্ষার পরিচালক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে, সংস্থা প্রশ্ন ফাঁসের অভিযোগ মানেনি। এরপর বিষয়টি নিয়ে তদন্ত হয়। তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানে জোর! নতুন কর্মীদের জন্য নয়া প্রকল্প নির্মলার

তার ভিত্তিতে শীর্ষ কোর্ট জানিয়েছে, প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। এই সব পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার দূর থেকে এসে পরীক্ষা দিয়েছেন। সেই সব কারণকে মাথায় রেখে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, কিছু জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের জন্য গোটা পরীক্ষাটাই বাতিল করে দেওয়া যায় না। সেটা হলে, সৎ পরীক্ষার্থীদের কাছে তা ভয়ংকর হবে। তাঁদের বছর নষ্ট হবে। সেই কারণেই আদালত মঙ্গলবার হয়ে যাওয়া পরীক্ষাকেই বহাল রেখেছে। আগে, ৬ জুলাই থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরুর কথা ছিল। কিন্তু, শীর্ষ আদালতের নির্দেশে তা পিছিয়ে যায়। মঙ্গলবার আদালতের নির্দেশের পর এখন দেখার, কবে সেই কাউন্সেলিং হয়।

NEET-UG examination Supreme Court of India Justice Chandrachur
Advertisment