/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/cash_thinkstock-759.jpg)
নেপালে নিষিদ্ধ হল ভারতীয় ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করলেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোতা। খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই প্রমাদ গুণতে শুরু করেছেন ভারতের মধ্যবিত্ত পর্যটক।
ভুটান এবং নেপাল, এই দুই দেশে ভ্রমণের একটি বড় সুবিধে ছিল এতদিন, ভারতীয় মুদ্রার প্রচলন ছিল এই দুই দেশে। নেপাল সরকারের নতুন নিয়মে কপালে ভাঁজ পড়েছে ভ্রমণবিলাসী দেশবাসীর। তার চেয়েও বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতে কর্মরত নেপালি শ্রমিকরা।
আরও পড়ুন, প্রক্রিয়া সন্তোষজনক, রাফালে চুক্তিতে হস্তক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট
२०७५ मंसिर २४ गते सोमबार बसेको मन्त्रिपरिषद् बैठकले गरेका निर्णय-https://t.co/GtjTDOdgnj
— Gokul Prasad Baskota (@GokulPBaskota) December 13, 2018
২০১৬ সালে ভারতে বিমুদ্রাকরণের ঘোষণার পর পর নানা নতুন নোট চালু করেছে মোদী সরকার। বিগত দুই বছরে সে সবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি নেপাল সরকার।
সূত্রের খবর আগামী ২০২০ সালে 'নেপাল ভ্রমণ বছর' উদযাপিত হবে সারা দেশ জুড়ে। অনুমান করা হচ্ছে, বছরভর নেপাল ভ্রমণে ২০ লক্ষ বিদেশি পর্যটক আসবে সারা পৃথিবী থেকে। তার আগে দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতেই এই ব্যবস্থা নেপাল সরকারের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us