Advertisment

দেশের নাগরিকদের উদ্ধারের জন্য মোদীকে শুভেচ্ছা নেপালের প্রধানমন্ত্রীর

ইউক্রেন থেকে চারজন নেপালি নাগরিক ভারত হয়ে নেপালে ফিরে এসেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।

আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল ভারতের ছবি। এর আগে ক্ষতবিক্ষত ইউক্রেন থেকে বাংলাদেশি এবং পাকিস্তানের পড়ুয়াদের উদ্ধারের জন্য বাহবা কুড়িয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশিদের উদ্ধারের জন্য মোদীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে এক পাক ছাত্রী ইউক্রেন থেকে উদ্ধারের জন্য ভিডিও বার্তায় ধন্যবাদ জানান ভারতীয় দূতাবাসকে। এবার আবারও শুভেচ্ছা বার্তা পেলেন মোদী। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে নেপালি নাগরিকদের উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।

Advertisment

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে নেপালের প্রধানমন্ত্রী দেউবা লেখেন, “ইউক্রেন থেকে চারজন নেপালি নাগরিক ভারত হয়ে নেপালে ফিরে এসেছেন। অপারেশন গঙ্গার মাধ্যমে নেপালি নাগরিকদের উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারকে ধন্যবাদ।” বলে রাখা ভাল, যুদ্ধজর্জর ইউক্রেন থেকে নাগরিকদের উদ্ধার করতে ফেব্রুয়ারি মাসে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছিল ভারত সরকার। তবে নিজেদের নাগরিক ছাড়াও বেশ কয়েকজন পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশিকে উদ্ধার করে ভারত। এর আগে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরো পড়ুন: ১৪ বছরে পেট্রোলের দাম রেকর্ড আমেরিকায়, ভারতেও দাম বাড়ার আশঙ্কা

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার ফৌজ। তারপর একপক্ষ কালের বেশি সময় ধরে চলছে লড়াই। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকভ-সহ বেশ কয়েকটি শহর। এহেন পরিস্থিতিটে সেদেশে আটকে পড়েছিলেন কয়েক হাজার ভারতীয় পড়ুয়া ও নাগরিক। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। এদের অনেকেই আবার ডাক্তারি পড়ুয়া। তবে রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত হাজার চারেক ভারতীয়। বাকিদের দফায় দফায় ফেরানো হয়। যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। গতকালই সুমিতে আটকে পরা প্রায় ৬০০ পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনে বিদেশ মন্ত্রক। দেশে ফিরেই ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পড়ুয়ারা সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজেদের অভিজ্ঞতা।

Advertisment