Advertisment

ফের বিদেশে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, ১১ ডিসেম্বর কাঠমাণ্ডু যেতে পারেন মমতা

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো ও রোম সফরে যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Minister Mamata Banerjee is going to check the preparations for Gangasagar Mela

গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল নেপাল। নেপালি কংগ্রেসের তরফে ১০-১২ ডিসেম্বর কাঠমাণ্ডুতে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে। সেই কনভেনশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ ডিসেম্বর কাঠমাণ্ডু যেতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

Advertisment

এর আগে রোম সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। রোমের ওই অনুষ্ঠানে একজন মুখ্যমন্ত্রীর যাওয়া সঙ্গতিপূর্ণ নয় বলেই সাফাই ছিল কেন্দ্রের। যদিও বিদেশমন্ত্রকের তাঁর সফরে অনুমোদন না দেওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রোমে সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলার, মিশরের ইমাম আহমেদ আল তায়িব-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- অন্য রাজ্যে বিরোধী হয়ে হালে পানির চেষ্টা, জাতীয়স্তরে ইমেজ তৈরির মরিয়া প্রয়াস তৃণমূলের

আমন্ত্রণ পেয়েও বিশ্ব শান্তির লক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে যেতে না পারায় মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তারও আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরেও বাদ সেধেছিল কেন্দ্র। সেবারও বিদেশমন্ত্রক অনুমোদন না দেওয়ায় সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী।

তবে এবার নেপাল থেকে এই আমন্ত্রণবার্তা পাওয়ার পরপরই বিদেশমন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে সবুজ সংকেত দেয়নি কেন্দ্র। মোদী সরকার তাঁর সফরে সম্মতি দিলে আগামী ১১ ডিসেম্বর কাঠমাণ্ডু যেতে পারেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Nepal Modi Government CM Mamata
Advertisment