জাপানে দু'বছরের জেল নেস ওয়াদিয়ার

সূত্রের খবর, গ্রেফতারের সময় জেরার মুখে মাদক সংগ্রহের কথা স্বীকার করে নেস জানিয়েছিলেন ব্যক্তিগত কারণেই নিজের কাছে রেখেছিলেন তা।

সূত্রের খবর, গ্রেফতারের সময় জেরার মুখে মাদক সংগ্রহের কথা স্বীকার করে নেস জানিয়েছিলেন ব্যক্তিগত কারণেই নিজের কাছে রেখেছিলেন তা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাদক রাখার দায়ে দু'বছরের জেল হল শিল্পপতি-ব্যবসায়ী নেস ওয়াদিয়ার। জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোসি বিমানবন্দরে মাদক নিয়ে ধরা পড়েন নেস ওয়াদিয়া। সুত্রের খবর অনুযায়ী তার জেরেই দু'বছর জেল হয়েছে তাঁর।

Advertisment

গত মার্চ মাসে  ২৫ গ্রাম ক্যানাবিস রেসিন-সহ ধরা পড়েন নেস ওয়াদিয়া। তার পরেই গ্রেফতার করা হয় নেসকে। প্রসঙ্গত, বর্তমানে দেশেই রয়েছেন নেস।

ওয়াদিয়া গোষ্ঠীর মালিক নুসিল ওয়াদিয়ার ছেলে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ২০১৪ সালে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। পরে অবশ্য সেই মামলা তুলে নেন অভিনেত্রী। জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোসি বিমানবন্দরে ২৫ গ্রাম মাদক দ্রব্য উদ্ধার করা হয় নেস ওয়াদিয়ার কাছে।

Advertisment

আরও পড়ুন, ফের ইয়েতি নিয়ে কৌতূহল, দেখা গেল পায়ের ছাপ

২০১৯-এর রাগবি বিশ্বকাপ এবং ২০২০-এর টোকিও অলিম্পকের প্রস্তুতির জন্যই দেশের নিরাপত্তা কড়া করেছে জাপান। ফলত বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এখন আরও বেশি।

সূত্রের খবর, গ্রেফতারের সময় জেরার মুখে মাদক সংগ্রহের কথা স্বীকার করে নেস জানিয়েছিলেন ব্যক্তিগত কারণেই নিজের কাছে রেখেছিলেন তা।

ওয়াদিয়া সাম্রাজ্যের অনেকগুলি শাখা আছে। বম্বে ডাইং, ব্রিটানিয়া বিস্কুট, গো এয়ার উড়ান সংস্থার মতো একাধিক ব্যবসায়িক ইউনিট রয়েছে ওয়াদিয়াদের, যার মোট বাজার-মূল্য ১৩.১ বিলিয়ন মার্কিন ডলার। আইপিএল-এর কিংস ১১ পাঞ্জাব দলের মালিকানার একাংশও রয়েছে তাঁর কাছে।

Read the full story in English