বৃহস্পতিবার সারা দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী। ভারতের মানুষের কাছে নেতাজি এক জীবনদর্শনের নাম। যার অন্তর্ধান আজও রহস্য ভারতের মানুষের কাছে। বীর নেতাকে শ্রদ্ধা জানাতে বিশেষ সম্মানের সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে তাঁর জন্মবার্ষিকী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইট বার্তায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেছেন, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রির পাশপাশি অন্যান্য রাজনীতিকরাও তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন।
এদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত একাধিক ফাইল প্রকাশ করেছে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার। যদিও সেই সব ফাইলে নেতাজি অন্তর্ধান রসহ্যের কিনারা হওয়ার মত কোনও তথ্যই মেলেনি। হতাশ হয়েছেন সুভাষচন্দ্র বসুর পরিবার ও আমজনতা। তবে এবার বসু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে নেতাজির চিতাভস্মের ডিএনএ পরীক্ষার। একইসঙ্গে জাপান সরকারের কাছেও নেতাজি সংক্রান্ত তিনটি অপ্রকাশিত ফাইল সামনে আনারও দাবি জানিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু।
Live Blog
Netaji Subhas Chandra Bose Jayanti 2020, দেশজুড়ে নেতাজির জন্মবার্ষিকী পালন, Follow the Live Updates here:
Would be paying floral tribute to one of the greatest sons of Bharat- Netaji Subhash Chandra Bose on his birth anniversary at the base of the Netaji Statue at Red Road at 10.45 am. Let all gear up to his 125th birth anniversary celebrations in 2022 befitting his stature.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 23, 2020
বৃহস্পতিবার সকালে জগদীপ ধনকড় টুইট করে বলেন, "নেতাজির জন্মবার্ষিকীতে তাঁর সাহসিকতা, সাহস এবং দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়া দরকার। ভারতের এই সাহসী সন্তানকে আমার প্রণাম। তাঁর সংগঠন এবং নেতৃত্বের দক্ষতা ব্যতিক্রমী ছিল।"
On Netaji’s birth anniversary we need to be motivated by his bravery, courage and patriotic zeal. I bow to proud son of India. His organisation and leadership skills were exceptional. He was phenomenal personality, for whom good of the Nation was paramount https://t.co/r6S4Ewu0Us
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 23, 2020
On 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.”
This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom.
I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today. pic.twitter.com/wp3UjudKJ4
— Narendra Modi (@narendramodi) January 23, 2020
India will always remain grateful to Netaji Subhas Chandra Bose for his bravery and indelible contribution to resisting colonialism. He stood up for the progress and well-being of his fellow Indians. pic.twitter.com/otUlFanULs
— Narendra Modi (@narendramodi) January 23, 2020
প্রতিটি সরকারি কার্যালয় ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে এই মহান দেশ প্রেমিকের জন্মদিন। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠন, ক্লাবসহ নানা প্রতিষ্ঠানে এই দিনটিকে আলাদা ভাবে পালন করা হচ্ছে।
নেতাজির ১২৩ তম জন্মবার্ষিকীতে রেড রোডে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তৃণমূলের দুই মন্ত্রী, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
হিদারাম ব্যানার্জি লেনের বিপ্লবী সন্তোষ মিত্রের বাড়িতে এখানে এসে কিছুদিন লুকিয়ে ছিলেন সুভাষ চন্দ্র বোস।
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ