মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবিতে মালা পড়িয়ে পুজো করলেন নেতাজির নাতনি। গোয়ালিয়রে মঙ্গলবার এই কাজ করেন সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজির কন্যা রাজ্যশ্রী চৌধুরী। মহাত্মার হত্যার জন্য নেহেরু সরকারকে দায়ী করেন তিনি। রাজ্যশ্রী চৌধুরী বর্তমানে অখিল ভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভানেত্রী। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের সংগঠনের ডালটনগঞ্জের দফতরে গডসের ছবিতে মাল্যদান করেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র নিতিশ কাতোচ।
রানী লক্ষ্মীবাঈ-য়ের জন্মজয়ন্তী উপলক্ষে ডালটনগঞ্জে আসেন রাজ্যশ্রী চৌধুরী ও নিতিশ কাতোচ। লক্ষ্মীবাঈ-য়ের মূর্তিতে মাল্যদানের পর অখিল ভারতীয় হিন্দু মহাসভার দফতরে গডসের ছবিতে মালা পড়িয়ে পুজো করেন রাজ্যশ্রী। মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়তেই সতর্ক মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিং বলেন, 'কোনও অবস্থাতেই মধ্যপ্রদেশে গডসের ভাবধারা বিস্তার করতে দেওয়া যাবে না। যারা এই কাজ করবেন বা করছেন তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে।'
আরও পড়ুন: নাথুরাম গডসের ‘দেশপ্রেম’, যে কথা শুনতেও চায় না আরএসএস-বিজেপি
গত শনিবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ হিন্দু মহাসভার কার্যকলাপ কড়া হাতে মোকাবিলার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। গান্ধী হত্যাকারী গডসের কাজ ও ভাবধারা মহিমান্বিত করে প্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। গত শুক্রবারই গডসে ও গান্ধী হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী নারায়ণ আপ্তেকে ঘটা করে পুজো করে হিন্দু মহাসভা।
শুক্রবারের ওই ঘটনার পর গোয়ালিয়র পুলিশ হিন্দু মহাসভার মুখপাত্র নরেশ বাথামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারায় মামলা করে। তাঁর বিরুদ্ধে গডসের কাজের মাহাত্ম্য ও মহাত্মা গান্ধীকে ভারত ভাগের জন্য দায়ী করে লিফলেট বিলির অভিযোগ রযেছে। যদিও, এফআইআরের পর চার দিন কেটে গেলেও বাথামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Read the full story in English