Advertisment

যুদ্ধের আপডেট মোদীকে! নেতানিয়াহুর ফোন পেয়ে কী জানালেন প্রধানমন্ত্রী?

হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

author-image
IE Bangla Web Desk
New Update
"Netanyahu calls Modi, India with Israel, Benjamin Netanyahu, Gaza Palestine, Israel and Palestine, Israel Palestine conflict, Israel Palestine relations, Israel-Palestine talks, Palestine-Israel relations, India news, Indian express, Indian express India news, Indian express India

ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে: নেতানিয়াহুর ফোন কলের পর প্রধানমন্ত্রী মোদী

দেশজুড়ে বেজে ঘনঘন উঠছে সাইরেন। গোলাবারুদের শব্দে কান পাতা দায়।  সারা শহর জুড়েই যুদ্ধের নির্মম চিত্র স্পষ্ট। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় পালটা হামলা চালিয়ে ইজরায়েল। যুদ্ধে দু’পক্ষের অন্তত ৩০০০ -এর বেশি মানুষ নিহত হয়েছেন। আজ যুদ্ধ পঞ্চম দিনে পড়েছে। আমেরিকা-ব্রিটেন সহ বিশ্বের একাধিক দেশ যুদ্ধে ইজরায়েলের পাশে থাকা বার্তা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত জানিয়েছে ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকবে।  প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন কলের পর এমনটাই জানিয়েছে মোদী।

Advertisment

হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী মো্দী টুইট করে এই তথ্য দিয়েছেন এবং বলেছেন যে নেতানিয়াহু বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত যে কোনো ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে এসেছে অতীতে। ভবিষ্যতেও ভারত কোন ভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না।  কঠিন এই সময়ে ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এক্স বার্তায় পোস্ট করেছেন, "আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহু’র থেকে একটি ফোন কল পেয়েছি।  চলমান পরিস্থিতির আপডেট দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। ভারতের জনগণ এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ভারত সন্ত্রাসবাদের দৃঢ় নিন্দা করে। দ্ব্যর্থহীনভাবে ভারত হামাস জঙ্গিদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে”

এর আগে, ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সোমবার তার দেশের প্রতি সমর্থন দেখানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পালটা হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। এরপর গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইজরাইল।

হামাসের হামলার শনিবার প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, "ডিজেরায়েলে জঙ্গি হামলার খবরে আমি হতবাক। আমাদের চিন্তা ও প্রার্থনা নিরীহ নিহতদের পরিবারের সঙ্গে। আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ভারত ইজরায়েলের পাশে রয়েছে।"  

modi Israel-Palestine clash
Advertisment