অলোক ভার্মার উত্তরসূরি হচ্ছেন ঋষি কুমার শুক্লা। নতুন সিবিআই ডিরেক্টর হচ্ছেন তিনি। এর আগে মধ্য প্রদেশ পুলিশের ডিজি পদে কর্মরত ছিলেন শুক্লা। মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৮৩ সালের আইপিএস ঋষি কুমার। তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছে কমিটি। আগামী দু বছরের জন্য সিবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল তাঁকে।
আরও পড়ুন, মোদীর নেতৃত্বাধীন কমিটির হাতে ফের অপসারিত অলোক ভার্মা
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিবিআইয়ের ঘরে টালবাহানা চলছিল। সহযোগী ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে অলোক ভার্মার দ্বন্দ্বের জেরে শেষমেশ রাতারাতি সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল ভার্মাকে। পরিবর্তে সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল নাগেশ্বর রাওকে। যা নিয়ে বিতর্ক বাঁধে।
আরও পড়ুন, আমি অবসর নিলাম, বললেন অলোক ভার্মা
চলতি মাসে দ্বিতীয়বারের মতো সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারিত হন ভার্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের সিলেক্ট কমিটিতে ২-১ ভোটাভুটিতে ভার্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়। এরপরই তাঁকে দমকলের ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও দমকলের ডিজি হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করেন অলোক ভার্মা। এর আগে, ভার্মাকে সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে অপসারণের কেন্দ্রীয় সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি সিবিআই ডিরেক্টর পদ থেকে অলোক ভার্মাকে অপসারণের এক সপ্তাহ পর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকেও সরানোর নির্দেশ দেয়। আরও তিন বরিষ্ঠ পদমর্যাদার আধিকারিককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Read the full story in English