scorecardresearch

তিক্ততা ভুলে ‘সৌজন্যের বার্তা’ চিনের নয়া বিদেশমন্ত্রীর, সীমান্ত সমস্যা মেটানোর ইঙ্গিত

‘সৌজন্যের বার্তা’ চিনের নয়া বিদেশমন্ত্রীর

India China border dispute, India China border issue, India China border talks, India China relations, Indian Express, India news, current affairs

চিনের নয়া বিদেশমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ‘কোয়াং গ্যাং’! নিয়োগের মাত্র চার দিন আগে এক মার্কিন ম্যাগাজিনে “হাউ চায়না সিজস দ্য ওয়ার্ল্ড” শিরোনামে নিবন্ধে তিনি ভারতের সঙ্গে ‘সীমান্ত সমস্যার’ কথা উল্লেখ করেন। কোয়াং গ্যাং বিদেশমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনা রাষ্ট্রদূত হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালন করেন।

গ্যাং বিদেশমন্ত্রী পদে নিয়োগের পর থেকে ভারত ও চিনের সম্পর্ককে আবার নতুন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। প্রকৃতপক্ষে, এই নিয়োগ এমন এক সময়ে হয়েছে যখন সীমান্ত সংঘাত নিয়ে দুই দেশের মধ্যেই তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তাওয়াংয়ে দুদেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনাকে ঘিরে ভারত ও চিনের মধ্যে নতুন করে কূটনীতিক আলোচনা শুরু হয়েছে।

কোয়াং বিদেশমন্ত্রী হিসেবে শপথের চার দিন আগে আমেরিকান ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্টের হয়ে “হাউ চায়না সিজস দ্য ওয়ার্ল্ড” শিরোনামে একটি কলম লেখেন। এই কলমে তিনি ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে দুই দেশই সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে উত্তেজনা কমাতে এবং যৌথভাবে তাদের নিজ নিজ সীমান্তের শান্তি ও শান্তি রক্ষা করতে প্রস্তুত। ২৬ শে ডিসেম্বর লেখা একটি নিবন্ধে, তিনি তাইওয়ান ইস্যু নিয়েও তার মতামত ব্যক্ত করেছেন।

বিদেশমন্ত্রী হওয়ার আগে কোয়াং যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূত হিসাবে তাঁর দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কোয়াংয়ের এই নিবন্ধটি ভারত সম্পর্কে বেজিংয়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসাবে দেখা হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: New china foreign minister on india both sides willing to ease situation