বছর শেষে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ আরও বাড়ল। ব্রিটেনে করোনাভাইরাসের নয়া স্ট্রেনের (প্রজাতি) হদিশ মেলার পর এবার নড়েচড়ে বসল ভারত। ২৩ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংল্য়ান্ডের সঙ্গে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া দিল্লি।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ব্রিটেনের পরিস্থিতি বিবেচনা করে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ব্রিটেন ও ভারতের মধ্য়ে বিমান পরিষেবা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। ২২ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট থেকে পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন: জানুয়ারি থেকেই দেশে কোভিড টিকাকরণ চালু হতে পারে, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
Considering the prevailing situation in UK. Govt. of India has decided that all flights originating from UK to India to be suspended till 31st December 2020 (23.59 hours).
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020
সরকারের তরফে এও জানানো হয়েছে যে, ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের আগে বিমানে করে যাঁরা ব্রিটেন থেকে এ দেশে ফিরবেন, তাঁদের সকলকে আরটি-পিসিআর পরীক্ষা করা বাধ্য়তামূলক।
ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনের হদিশ মেলার পরই তৎপর হয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্য়ান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইটালির মতো দেশগুলি। ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই দেশগুলিও।
এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী ডা. হর্ষবর্ধন জানিয়েছেন, করোনাভাইরাসের নয়া স্ট্রেন নিয়ে সতর্ক সরকার। তবে, আতঙ্কিত হবেন না।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন