স্ত্রী, তিন সন্তানের গলার নলি কেটে খুন দিল্লিতে

গৃহশিক্ষক উপেন্দর শুক্লার বিরুদ্ধে তাঁর স্ত্রী, দু'মাস এবং সাত বছরের দুই কন্যা, এবং পাঁচ বছরের পুত্রকে শনিবার গভীর রাতে খুন করার অভিযোগ আনা হয়েছে, জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ)।

গৃহশিক্ষক উপেন্দর শুক্লার বিরুদ্ধে তাঁর স্ত্রী, দু'মাস এবং সাত বছরের দুই কন্যা, এবং পাঁচ বছরের পুত্রকে শনিবার গভীর রাতে খুন করার অভিযোগ আনা হয়েছে, জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ)।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi mehrauli murders

বাড়ির সামনে দিল্লি পুলিশের ফরেনসিক টিম। ছবি: তাশি তোবগিয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস

নিজের স্ত্রী এবং তিন সন্তানকে গলার নলি কেটে খুন করার অভিযোগে দক্ষিণ দিল্লির মেহরৌলি এলাকা থেকে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisment

গৃহশিক্ষক উপেন্দর শুক্লার বিরুদ্ধে তাঁর স্ত্রী, দু'মাস এবং সাত বছরের দুই কন্যা, এবং পাঁচ বছরের পুত্রকে শনিবার গভীর রাতে খুন করার অভিযোগ আনা হয়েছে, জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) বিজয় কুমার।

উপেন্দরের শাশুড়িও সেই সময় দু'কামরার ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। শনিবার সকালে উপেন্দর ঘরের দরজা না খোলায় তাঁর শাশুড়ি প্রতিবেশীদের খবর দেন। দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায়, তাঁর পরিবারের দেহগুলির পাশে বসে রয়েছেন উপেন্দর।

Advertisment

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্ত্রী এবং সন্তানদের খুন করার অপরাধ স্বীকার করে নিয়ে উপেন্দরের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যদিও কোনও কারণ দেন নি তিনি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের শিকার উপেন্দর।

এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে মনে হয়, খুনের সময় রাত একটা থেকে দেড়টার মধ্যে। এই কাজে ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।