Advertisment

হিংসার ঘটনার বলি তিন, রাজ্যে শান্তি ফেরা প্রায় বিশবাঁও জলে

মাঝে ৪৮ ঘণ্টার বিরতি, ফের অশান্তির আগুনে জ্বলে উঠলো পার্বত্য রাজ্য মণিপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
India Reserve Battalion, Manipur Police, Manipur protests, Manipur violence, Manipur violent protests, Manipur unrest, Meitei community, kuki community, Manipur curfew, Manipur, N Biren Singh, Indian Express, India news, current affairs"

মাঝে ৪৮ ঘণ্টার বিরতি, ফের অশান্তির আগুনে জ্বলে উঠলো পার্বত্য রাজ্য মণিপুর।

মাঝে ৪৮ ঘণ্টার বিরতি, ফের অশান্তির আগুনে জ্বলে উঠলো পার্বত্য রাজ্য মণিপুর।  হিংসার ঘটনায় নিহত হয়েছে তিনজন। একই সঙ্গে বিজেপি বিধায়কের বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানোর ভয়ঙ্কর অভিযোগও সামনে এসেছে।

Advertisment

মণিপুর ৪৮ ঘণ্টা শান্ত থাকার পর ফের রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মহিলা সহ দুজন। এই ঘটনার পর ফের রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, বিজেপি বিধায়কের বাড়িতে আইইডি বিস্ফোরণের খবরও সামনে আসছে, অভিযোগ বাইকে আসা দুই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে। রাজ্যে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১০৫ জনের। অমিত শাহের সফরের পর জঙ্গিদের অস্ত্রসহ আত্মসমর্পণ মণিপুরে শান্তি ফিরে আসার বার্তাই দিচ্ছিল। কিন্তু তিনজনের মৃত্যুর পর রাজ্যের পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: < লিভ-ইন পার্টনার খুনে পুলিশকে বিভ্রান্তের চেষ্টা? অভিযুক্তের বোনের বিস্ফোরক স্বীকারক্তি >

পুলিশ জানিয়েছে, যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ কুকি অধ্যুষিত। গ্রামটি কাংপোকপি এবং ইম্ফল পশ্চিম জেলার সীমান্তে অবস্থিত। হিংসার জেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।  

গত বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি বিধায়কের বাড়িতে বোমা নিয়ে হামলা চালায় দুই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইকে করে এসে ২ যুবক ইম্ফলের বিজেপি বিধায়ক সোরাইসাম কেবির বাড়িতে বোমা হামলা ঘটনায়। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।

Manipur Violence
Advertisment