/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/cats-210.jpg)
প্রবল অস্বস্তিতে আপ, ফের সামনে এল নয়া ফুটেজ
দিল্লি সরকারের মন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) নেতা সত্যেন্দ্র জৈনের একটি নতুন সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তিহার জেলের এই ভিডিওতে সত্যেন্দ্র জৈনকে সাসপেন্ড হওয়া জেল সুপার অজিত কুমারের সঙ্গে দেখা যাচ্ছে। এই ভিডিওতে সত্যেন্দ্র জৈনকে সাসপেন্ডেড জেল সুপার অজিত কুমারের সঙ্গে কথা বলতেও দেখা যাচ্ছে। অজিত সত্যেন্দ্র জৈনকে জেলে বাড়তি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ইডির অভিযোগের ভিত্তিতে সাসপেণ্ড করা হয় জেল সুপার অজিত কুমারকে।
তিহার জেলে বন্দি সত্যেন্দ্র জৈনের এই ভিডিওটি ১২ সেপ্টেম্বরের। এর আগে, জেল থেকে সত্যেন্দ্র জৈনের দুটি ভিডিও সামনে এসেছে, যার প্রথম ভিডিওতে মন্ত্রীকে ম্যাসাজ নিতে দেখা গেছে। এছাড়াও, দ্বিতীয় ভিডিওতে সত্যেন্দ্র জৈনকে সেলে বসে ফল এবং স্যালাড ছাড়াও বাইরের খাবার খেতে দেখা গেছে। তিহার জেলের এই ভিডিওগুলি ভাইরাল হলে, বিজেপি এবং কংগ্রেস আপকে তীব্র আক্রমণ করে। অন্যদিকে, সত্যেন্দ্র জৈনের ম্যাসেজের ভিডিও সামনে আসার পর আপের তরফে জৈনের অসুস্থতার তত্ত্ব সামনে আনা হয়। এই বিষয়ে দিল্লির ডেপুটি সিএম মণীশ সিসোদিয়া দাবি করেছিলেন যে সত্যেন্দ্র জৈন অসুস্থ এবং চিকিৎসক তাকে ফিজিওথেরাপি করতে বলেছেন, যার কারণে তাকে ম্যাসাজ করা হচ্ছে।
বিজেপি সাংসদ পারভেশ ভার্মা সত্যেন্দ্র জৈনের এই ভিডিওতে টুইট করেছেন এবং লিখেছেন, "আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এই দুর্নীতিবাজ দল ও তার মন্ত্রী পদের অপব্যবহার করছে, সত্যেন্দ্র জৈন যাতে অরবিন্দ কেজরিওয়ালের সব কীর্তি ফাঁস করে না দেয়, পাপ ঢাকার জন্য কেজরিওয়াল জৈনকে এই সকল সুবিধা দিচ্ছেন।" এর পাশাপাশি দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্ত সত্যেন্দ্র জৈনের ম্যাসেজের ভিডিওতে টুইট করেছেন এবং লিখেছেন, "আপ আইন লঙ্ঘন করেছে! দেখুন দীর্ঘ দিন ধরে হাওয়ালা মামলায় আটকে থাকা সত্যেন্দ্র জৈন কীভাবে জেলে মজা করছেন।"
Tihar Jail Superintendent reporting Satyendra Jain Sir. This is @ArvindKejriwal model of Governence. pic.twitter.com/Fauzn65LuM
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) November 26, 2022
বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা একটি নতুন এবং চতুর্থ ভিডিও টুইট করেছেন। এই নতুন ভিডিওতে সত্যেন্দ্র জৈনকে জেলে কিছু লোকের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে দেখা যাচ্ছে। রয়েছেন বরখাস্ত হওয়া জেল সুপার অজিত কুমারও। ভিডিওটি নিয়ে দিল্লির আপ সরকার এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, এটাই কেজরিওয়ালের সুশাসনের মডেল। তিহার জেলে আদালত বসিয়েছেন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আসছে।