ম্যালেরিয়া, ডেঙ্গুসহ মশাবাহিত কিছু রোগের মোকাবিলায় কলকাতা পুরসভা (কেএমসি) বাজারে ছাড়ল এক নতুন অস্ত্র, যার নাম কেএমসি হেল্থ অ্যাপ। বাংলা, ইংরেজী, হিন্দি ও উর্দু, এই চার ভাষাতেই অ্যাপটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ভাষা যাতে কোনও অন্তরায় না হয় সেদিকটাও খেয়াল রেখেছে পুরসভা।
কী থাকছে এই অ্যাপে? রোগের লক্ষন থেকে শুরু করে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র কোথায় রয়েছে, আপনার নিকটতম স্বাস্থ্যকেন্দ্র কোনটি, ইত্যাদি বিষয়ে তথ্য। তবে শুধু মশাবাহিত রোগ নয়, স্বাস্থ্য বিষয়ক কিছু সাধারণ তথ্যও পাবেন এখানে। যেমন, হঠাৎ হৃদরোগ বা সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হলে কী কী করণীয়, এমন বহু বিষয় ওই অ্যাপে থাকছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, "অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে প্লেস্টোরে থাকার জন্য সব মোবাইল কোম্পানীকে অনুরোধ করা হবে।" পুরসভার দাবি, মশাবাহিত অসুখের প্রেক্ষিতে এটি ভারতের প্রথম ডেডিকেটেড অ্যাপ।
অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর ও আই ফোনের আই টিউনে কেএমসি হেল্থ অ্যাপ টাইপ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটির আইকন কেএমসি ওয়েবসাইটেও থাকবে। পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও বোরো অফিসগুলিকে এই অ্যাপের মাধ্যমে গুগল ম্যাপে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনও জায়গা থেকে পুরস্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের দিক নির্দেশ সহজ হবে।
আরও পড়ুন: মশা মারতে কামান দাগা: মুক্তির উপায়?
বৃহস্পতিবার কলকাতা পুরসভায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই হেল্থ অ্যাপের উদ্বোধন হয়। কলকাতা পুর এলাকায় অনেক হিন্দি ও উর্দু ভাষাভাষী বাসিন্দা রয়েছেন। তাঁরাও যাতে সহজে বুঝতে পারেন তার জন্য বাংলা ও ইংরেজীর পাশাপাশি হিন্দি ও উর্দু ভাষাও রাখা হয়েছে।
গত কয়েক বছর ধরেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে মহানগরে। বরং এবছর অনেকটা নিয়ন্ত্রেন রয়েছে মশাবাহিত রোগ, এমনটা মনে করছেন মেয়র। তবু সতর্কতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধি করতে এই হেল্থ অ্যাপ চালু করল পুরসভা। এদিন শোভনবাবু বলেন, "মশাবাহিত রোগ পুর এলাকায় নিয়ন্ত্রিত রয়েছে। প্রতিটি ওয়ার্ডে হেল্থ ইউনিট, ১৬ টা বোরোতে ডেঙ্গু নির্ণয় কেন্দ্র রয়েছে। নতুন হেল্থ অ্যাপে মশাবাহিত রোগের লক্ষন জানা যাবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে তৎক্ষনাৎ কী কী করণীয় তাও জানা যাবে। কাছাকাছি কোন স্বাস্থ্যকেন্দ্র বা ডেঙ্গু নির্ণয় কেন্দ্র রয়েছে তাও জানিয়ে দেবে এই অ্যাপ।"
অবশ্যই কেএমসি হেল্থ অ্যাপ নিয়মিত আপেডট করা হবে। পুরসভা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই অ্যাপে ক্রমশ অসংক্রামক অসুখ, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি পরিষেবার প্রয়োজনীয় খুঁটিনাটি তথ্য সংযোজিত হবে।