Advertisment

মোদী 'গুজরাটের কসাই'! বেনজির-পুত্র বিলাবলের বেনজির আক্রমণ, পাল্টা দিল ভারতও

আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের সঙ্গে মোদীর তুলনা করেছেন বিলাবল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাকিস্তানের নয়া বিদেশমন্ত্রী বিলাবল মোদীকে গুজরাটের কসাই বলে আক্রমণ করেছেন।

রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ বেনজির-পুত্র বিলাবল ভুট্টো জারদারির। পাকিস্তানের নয়া বিদেশমন্ত্রী বিলাবল মোদীকে গুজরাটের কসাই বলে আক্রমণ করেছেন। তা-ও আবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। যা নিয়ে দুনিয়াজুড়ে শোরগোল। ভারতের বিদেশ মন্ত্রক তীব্র নিন্দা করেছে এই মন্তব্যের। আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের সঙ্গে মোদীর তুলনা করেছেন বিলাবল। বিদেশ মন্ত্রকের তোপ, "অত্য়ন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছে পাকিস্তান।"

Advertisment

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সরকারি বিবৃতিতে জানিয়েছেন, "পাকিস্তানের বিদেশ মন্ত্রী হয়তো ভুলে গিয়েছেন কী ভাবে পাক শাসকরা বাঙালি হিন্দুদের গণহত্যা করেছিল। যার ফলে ১৯৭১ সালে আজকের দিনে কী হয়েছিল।" প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর দিনটি বাংলাদেশের বিজয় দিবস। এই দিনেই ভারতীয় সেনার কাছে যুদ্ধে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। যার ফলে জন্ম হয়েছিল বাংলাদেশের।

অরিন্দম বাগচি বলেছেন, "পাকিস্তান নিজেদের দেশের সংখ্যালঘুদের শায়েস্তা করে একদমই পাল্টায়নি। ভারত গণতন্ত্রের জননী, ভারতের সম্পর্কে কোনও ধারণাই নেই তাদের।"

আরও পড়ুন ‘ভুল মন্ত্রীকে প্রশ্ন করছেন, পাকিস্তানের মন্ত্রীদের করুন’, পাক সাংবাদিককে সন্ত্রাস নিয়ে মোক্ষম জবাব জয়শঙ্করের

ভুট্টো বর্তমানে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানেই তিনি বৃহস্পতিবার বলেন, "আমি ভারতকে বলতে চাই, ওসামা বিন লাদেন নিহত হয়েছে, কিন্তু গুজরাটের কসাই এখনও বেঁচে আছে ভারতের প্রধানমন্ত্রী হয়ে।" তিনি আরও বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ঢোকা নিষিদ্ধ ছিল মোদীর। তিনি আরএসএস-এর প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী। আরএসএস কী, আরএসএস হিটলারের এসএস থেকে অনুপ্রাণিত।"

উল্লেখ্য, এর আগে পাকিস্তানকে তোপ দেগেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। বলেন, "যে দেশ লাদেনকে আশ্রয় দিয়েছিল আর পড়শি দেশের পার্লামেন্টে হামলা চালিয়েছিল তাঁদের রাষ্ট্রসংঘে বেশি কথা বলার যোগ্যতা নেই।"

PM Narendra Modi pakistan United Nations
Advertisment