বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় রাম লালার মূর্তি। অপেক্ষার আর দুদিন। ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ আচার-অনুষ্ঠান পর্ব। বুধবারই মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। ৫১ ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তিটি তৈরি করেছেন মহীসুরের ভাস্কর অরুণ যোগীরাজ। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটি।
Advertisment
সামনে এল রামমন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রথম ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা। তবে, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার, রাম মন্দির সংক্রান্ত ৬টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। একটি স্ট্যাম্প বইও প্রকাশ করেছেন। আমেরিকা, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর-সহ বিশ্বের ২০টিরও বেশি দেশে এই ডাকটিকিটগুলি পাওয়া যাবে।
বৃহস্পতিবার দুপুর ১.২৮ মিনিটে অরুণ যোগীরাজের তৈরি রাম লালার ৫১ -ইঞ্চি-উচ্চ মূর্তি, মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল মিশ্র, চম্পত রাযই এবং স্বামী গোবিন্দ গিরি সহ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। জানা গিয়েছে মূর্তিটির ওজন প্রায় ২০০ কেজি।
মন্দির ট্রাস্ট অনুসারে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সহ ৭ হাজার জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।