Advertisment

এবার আরও শক্তিশালী করোনার দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের হদিশ, উদ্বেগ ভারতেও

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে করোনার নতুন এই প্রজাতি নিয়ে সতর্কবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily cases 12 december 2021

দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

করোনার নয়া প্রজাতির হদিশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া এই ধরনের প্রথম হদিশ মেলে। দক্ষিণ আফ্রিকা সরকারের তরফেও এব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি হংকং, বৎসোয়ানায় করোনার নয়া স্ট্রেনের হদিশ মিলছে। ভাইরাসের নয়া এই প্রজাতি আরও বেশি শক্তিশালী। ইতিমধ্যেই ওই তিন দেশে করোনার নতুন এই প্রজাতির হানায় কমপক্ষে ১০ জন আক্রান্ত হয়েছেন।

Advertisment

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই স্ট্রেনের হানায় কাবু ৬ জন। হংকংয়ে এখনও পর্যন্ত একজনের শরীরে করোনার নতুন এই প্রজাতির হদিশ মিলেছে। বৎসোয়ানাতেও একজন করোনার নয়া প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, অত্যন্ত শক্তিশালী করোনার এই নয়া ধরন নিয়ে সাবধানী ভারতও। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে সতর্কবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এই দেশগুলি থেকে আসা নাগরিকদের উপর বিশেষ নজরদারি রাখতে বলেছেন তিনি।

দেশের সংক্রমণ পরিস্থিতির ওঠানামা লেগেই রয়েছে। গতকালের চেয়ে এদিন বেশ খানিকটা বেড়েছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিকারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৪৮৮। করোনাকে জয় করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬৮ জন। গতকালের চেয়ে এদিন খানিকটা বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ১৩৩।

আরও পড়ুন- ফের দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছাড়াল, করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ

করোনার নয়া প্রজাতির হদিশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া এই ধরনের প্রথম হদিশ মেলে। দক্ষিণ আফ্রিকা সরকারের তরফেও এব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি হংকং, বৎসোয়ানায় করোনার নয়া স্ট্রেনের হদিশ মিলছে। ভাইরাসের নয়া এই প্রজাতি আরও বেশি শক্তিশালী। ইতিমধ্যেই ওই তিন দেশে করোনার নতুন এই প্রজাতির হানায় কমপক্ষে ১০ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই স্ট্রেনের হানায় কাবু ৬ জন। হংকংয়ে এখনও পর্যন্ত একজনের শরীরে করোনার নতুন এই প্রজাতির হদিশ মিলেছে। বৎসোয়ানাতেও একজন করোনার নয়া প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, অত্যন্ত শক্তিশালী করোনার এই নয়া ধরন নিয়ে সাবধানী ভারতও। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে সতর্কবার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এই দেশগুলি থেকে আসা নাগরিকদের উপর বিশেষ নজরদারি রাখতে বলেছেন তিনি।

দেশের সংক্রমণ পরিস্থিতির ওঠানামা লেগেই রয়েছে। গতকালের চেয়ে এদিন বেশ খানিকটা বেড়েছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিকারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৪৮৮। করোনাকে জয় করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬৮ জন। গতকালের চেয়ে এদিন খানিকটা বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ১৩৩।

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা-সহ তিন দেশে করোনার নয়া প্রজাতির হদিশ মিলল, যা অত্যন্ত শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যসচির রাজেশ ভূষণ বলেন, 'করোনার এই নয়া প্রজাতির ভাইরাসে উচ্চ সংখ্যক মিউটেশন রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ভিসা বিধি-নিষেধ শিথিল করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রমণে ছাড়পত্র দেশের জনস্বাস্থ্যে দারুণ প্রভাব ফেলেছে।'

আরও পড়ুন- আর মাত্র ক’দিন, জাঁকিয়ে শীত দুয়ারেই

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক এখনও কাটেনি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা-সহ তিন দেশে করোনার নয়া প্রজাতির হদিশ মিলল, যা অত্যন্ত শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যসচির রাজেশ ভূষণ বলেন, 'করোনার এই নয়া প্রজাতির ভাইরাসে উচ্চ সংখ্যক মিউটেশন রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ভিসা বিধি-নিষেধ শিথিল করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রমণে ছাড়পত্র দেশের জনস্বাস্থ্যে দারুণ প্রভাব ফেলেছে।'

দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকং থেকে আসা প্রত্যেক নাগরিকের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র। ওই দেশগুলি থেকে আসা নাগরিকদের শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের নির্দেশ অনুযায়ী, সব রাজ্যকে কোভিড-পজিটিভ ভ্রমণকারীদের নমুনা ভারতীয় SARS-CoV-2 জিনোমিক্স সিকোয়েন্সিং কনসোর্টিয়াম (INSACOG)-এর মনোনীত ল্যাবগুলিতে পাঠাতে হবে।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus New Strain South Africa
Advertisment