Advertisment

Republic Day: তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি? প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ঘিরে জোর চর্চা

সংযুক্ত আরব আমিরাশাহীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য তালেবান রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
The Indian Embassy in United Arab Emirates (UAE). (Photo: indembassyuae.gov.in/)

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভারতীয় দূতাবাস। (ছবি: indembassyuae.gov.in/)

সংযুক্ত আরব আমিরশাহীতে (ইউএই) ভারতীয় দূতাবাস আবুধাবিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য তালেবানের দূত বদরুদ্দিন হাক্কানিকে আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছাকাছি আসছে তালেবান সরকার। সংযুক্ত আরব আমিরাশাহীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য তালেবান রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisment

সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় রাষ্ট্রদূত তালেবান রাষ্ট্রদূতকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর তালেবান সরকারের রাষ্ট্রদূত বদরুদ্দিন হাক্কানি এবং তার স্ত্রীকে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকতে একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। আবুধাবিতে এই অনুষ্ঠান হতে চলেছে, যার জন্য এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক গভীরভাবে প্রভাবিত হয়েছিল। ভারতকে আফগানিস্তানে তার বেশিরভাগ কর্মসূচি ও প্রকল্প বন্ধ করতে হয়েছে। একই সময়ে আফগান তালেবানদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিল পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক তালেবান পাকিস্তানের (টিটিপি) পাকিস্তানের শহরগুলোতে হামলার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারের মধ্যে উত্তেজনা বেড়েছে। আফগানিস্তানে টিটিপিকে আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানের ক্ষোভ বেড়েছে। উভয় পক্ষ থেকে অত্যন্ত কঠোর বিবৃতিও জারি করা হয়েছে। এসবের মধ্যেই ভারতের সঙ্গে তালেবানের সম্পর্কের উন্নতি হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় দূতাবাস আবুধাবিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে তালেবান দূত বদরুদ্দিন হাক্কানিকে আমন্ত্রণ জানিয়েছে, এর পরে প্রশ্ন উঠছে যে ভারত আফগানিস্তানে সম্পর্ক নতুন করে উন্নত হচ্ছে কিনা? তালেবান দূত বদরুদ্দিন হাক্কানি হলেন জালালউদ্দিন হাক্কানির ছেলে, যিনি ২০২৩ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন এবং বদরুদ্দিন হাক্কানির ভাইয়ের নাম সিরাজুদ্দিন হাক্কানি, যিনি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

India Taliban Government
Advertisment