Advertisment

সেনার আবেদনে কাজ, বদলাচ্ছে সিআরপিএফের উর্দি, জারি হয়েছে ফরমানও

কোবরার উর্দি অবশ্য বদলাচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
combat uniform for CRPF

স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মীদের তাঁদের নতুন যুদ্ধ ইউনিফর্ম সংগ্রহ করতে বলেছে। এই নতুন ইউনিফর্ম বা উর্দি সিআরপিএফ জওয়ানদের আরও 'স্বাচ্ছন্দ্য' দেবে। পাশাপাশি, তা আগের চেয়ে অনেক বেশি 'টেকসই' হবে। এই ব্যাপারে একজন সিনিয়র সিআরপিএফ অফিসার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে ফিল্ড অফিসাররা জম্মু-কাশ্মীর, ছত্তিশগড় এবং উত্তর-পূর্বাঞ্চলে দায়িত্ব নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাঁদের উর্দি নিয়ে সমস্যা হচ্ছে।

Advertisment

ভুরিভুরি এমন অভিযোগ জওয়ানরা তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের কাছে করেছেন। বিষয়টি এমএইচএর একজন কর্তাকে জানানো হয়েছিল। তারপরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি সবদিক খতিয়ে দেখে সিআরপিএফ জওয়ানদের উর্দি বদলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, অন্যান্য বাহিনীকেও উর্দি পরিবর্তনের পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছে।

এই ব্যাপারে সিআরপিএফের এক আধিকারিক বলেন, 'নর্দার্ন ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে বিস্তারিত খতিয়ে দেখার পর সিআরপিএফ প্রায় ১০ বছর পর তাদের যুদ্ধের উর্দি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সিআরপিএফের কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) বাহিনীর জন্য ইতিমধ্যেই উর্দির একটি ডিজিটাল প্রিন্ট তৈরি হয়েছে। তাই তাঁদের উর্দির পরিবর্তন করা হচ্ছে না। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ফোর্সেরও উর্দি পরিবর্তন হচ্ছে না। আমরা বাকি অন্যান্য সমস্ত ইউনিটকে ডিজিটাল প্রিন্ট ডিজাইন-সহ নতুন উর্দির জন্য পলিয়েস্টার এবং তুলা সংগ্রহ করতে বলেছি। এই নতুন উর্দির মধ্যে ৮০% তুলা এবং ২০% পলিয়েস্টার রয়েছে।'

আরও পড়ুন- শেহবাজের সামনেই মোদীর তোপ, সীমান্তপারের সন্ত্রাসে পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী

২০২০ সালে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রকের কাছে আবেদন করেছে, সিআরপিএফ এবং রাজ্য পুলিশ যেন অভিযান চালানোর সময় পোশাকের কারণে কোনও সমস্যায় না-পড়ে, তা নিশ্চিত করতে। কারণ, বিভিন্ন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সিআরপিএফ এবং পুলিশের বাহিনীকেও যৌথ অভিযানে নামানো হয়। সেই সময় কাজ করতে গিয়ে যে অসুবিধার মুখে বাহিনী পড়েছে, তার থেকেই প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সেনাবাহিনী পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের উপযুক্ত মানের পোশাক দেওয়ার জন্য আবেদন করেছে।

CRPF army Uniform Dress Corde
Advertisment