Advertisment

'শিব শক্তি' পয়েন্টের আশপাশে পরীক্ষা চালাচ্ছে 'প্রজ্ঞান', ইসরোর ভিডিওয় বিরাট আশার বার্তা

ইতিমধ্যেই রোভার ৮ মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
New Videos of Chandrayaan-3

চন্দ্রপৃষ্ঠে ইসরোর চন্দ্রযান-৩-এর রোভার এবং ল্যান্ডার ইমেজার ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করছে। (পিটিআই)

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পোস্ট করা এক নতুন ভিডিওতে দেখা যাচ্ছে চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান, শিব শক্তি কেন্দ্রের চারপাশে ঘোরাফেরা করছে। চাঁদে মহাকাশযানের ল্যান্ডার বিক্রম যেখানে অবতরণ করেছে, সেটা দক্ষিণ মেরুর কাছাকাছি। ওই স্থানকে শনিবার সকালের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'শিব শক্তি' স্থান নাম দিয়েছেন। ওই স্থানের আশপাশেই ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

Advertisment

আগেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ওই কেন্দ্রের ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত ঘুরে দেখবে রোভার প্রজ্ঞান। যে দাবি যে অক্ষরে অক্ষরে সত্যি, তা প্রমাণিত হয়েছে নতুন ভিডিওয়। ইসরো প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে যে রোভারটি রয়েছে ল্যান্ডারের সঙ্গেই। আর, তা এবড়োখেবড়ো চন্দ্র পৃষ্ঠের ওপর দিয়ে চলছে। এর আগে রোভার প্রজ্ঞানকে ল্যান্ডার থেকে চাঁদের পৃষ্ঠে নামতে দেখা গেছে। শুক্রবার সেই ভিডিও প্রকাশ করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

এরপর প্রকাশিত নতুন ভিডিওতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নিশ্চিত করল যে রোভারটি চন্দ্রের পৃষ্ঠে ৮ মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে। চাঁদের ভূমিতে এর যে দুটি বৈজ্ঞানিক পরীক্ষার কথা ছিল, রোভারটি তা-ও চালাচ্ছে। সোশ্যাল সাইট এক্স-এ ইসরো টুইট করেছে, 'প্রজ্ঞান রোভার দক্ষিণ মেরুতে চন্দ্রের রহস্য অনুসন্ধানে শিব শক্তি পয়েন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে!' বুধবারই চন্দ্রযান-৩ মহাকাশযান চাঁদের পৃষ্ঠে আলতোভাবে অবতরণ করায় ইসরো ইতিহাস রচনা করেছে।

আরও পড়ুন- মুসলিম ছাত্রকে মারধর: কড়া পদক্ষেপের পথে প্রশাসন, এবার পালটা মুখ খুললেন অভিযুক্ত শিক্ষিকাও

এই অবতরণের সঙ্গেই চাঁদের দক্ষিণ মেরুতে স্পর্শ করা প্রথম দেশ হিসেবে ভারত মহাকাশ বিজ্ঞানের গবেষণায় নাম তুলেছে। এতদিন মহাকাশ গবেষণা চললেও, চাঁদের দক্ষিণ মেরু বিজ্ঞানীদের কাছে অজানা। এই নিয়ে ভারত চতুর্থ দেশ, যারা সফলভাবে চন্দ্রে অভিযান চালাল। এর আগে পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন চাঁদে সফল অভিযান চালিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সফল চন্দ্রাভিযানের জন্য ভারতের প্রশংসা করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে এই অভিযান পরিপূর্ণ সফল হলে মহাকাশ গবেষণার এক নতুন দিক খুলে যাবে বলেই বিজ্ঞানীদের আশা।

ISRO Lunar Mission Chandrayaan 3
Advertisment