Advertisment

Dombivli Chemical Factory Blast Update: মুহূর্তে ছড়িয়ে পড়ল ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ, ঝলসে যাওয়া কারখানায় মৃত বেড়ে ৯, দেখুন সেই রুদ্ধশ্বাস ভিডিও

উদ্ধার আরও তিনটি মৃতদেহ। এখনও নিখোঁজ বেশ কয়েকজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai news live: dombivli chemical factory blast

মুম্বাই নিউজ লাইভ আপডেট: সকালে ডম্বিভলি দুর্ঘটনাস্থল। ঘটনাস্থল থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে। (এক্সপ্রেস ছবি দীপক জোশী)

Dombivli Chemical Factory Blast Update: মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভলি শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানার বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯-এ পৌঁছেছে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অনুসন্ধান অভিযান এখনও চলছে। বেশ কয়েকজন শ্রমিকের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি বেশ কয়েকজন বাসিন্দার আটকে পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। প্ল্যান্টের ডিরেক্টর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

Advertisment

বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ ডম্বিভলির শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে আগুন লেগে যায়। ঝলসে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশেও। কারখানায় অধিক মাত্রায় রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তিন কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের কারখানা এবং বাড়িতেও আগুন লেগে যায়। দমকলের ১০টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চলতে থাকে। উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন- Papua New Guinea Massive Landslide: ভয়ঙ্কর ভূমিধসের কবলে গোটা গ্রাম, ঘুমের মাঝেই মৃত কমপক্ষে ১০০, হাহাকার, বুক ফাটা আর্তনাদ!

বিস্ফোরণে এক ডজনেরও বেশি মানুষ আহত হন। গোটা ঘটনা ধরা পড়ে কারখানায় লাগানো সিসিটিভিতে। বিস্ফোরণটি এতটাই মারাত্মক ছিল যে পুরো এলাকায় আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই দমকলের একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এ ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। যাদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন - Arvind Kejriwal interview: ‘আমি পদত্যাগ করলে মমতা সরকারেও পতন হবে’, ভোটের মাঝেই বড় সংকেত!

এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্য সরকারের শিল্পমন্ত্রী উদয় সামন্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Blast Thane
Advertisment