Advertisment

দেশের পরবর্তী প্রধান বিচারপতি এস এ বোবদে, শপথ ১৮ নভেম্বর

দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে দেড় বছর কাজ করতে পারবেন শরদ অরবিন্দ বোবদে। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঞ্জন গগৈ-এর পর দেশের প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে।

র়ঞ্জন গগৈ-এর পর দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে। গত ১৯ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রথা মেনে পরবর্তী প্রবীণতম বিচারপতি হিসেবে বোবদের নাম প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব করেন। মঙ্গলবার সেই সুপারিশেই সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৮ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নেবেন তিনি।

Advertisment

দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে দেড় বছর কাজ করতে পারবেন শরদ অরবিন্দ বোবদে। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন তিনি।

আরও পড়ুন: ভূস্বর্গের পথে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দল, ক্ষোভ প্রকাশ বিরোধীদের

সুপ্রিম কোর্টের প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এছাড়াও অনেক কিছু প্রত্যাশামতো হচ্ছে না। ২০১৮ সালের জানুয়ারিতে এই অভিযোগ তুলে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে নজিরবিহীনভাবে সাংবাদিক সম্মেলন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, বিচারপতি জে চেলারামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লোকুর। বিচারপতি বোবদে সেই সময় সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

আরও পড়ুন: শেষ রক্ষা হল না, গর্ত থেকে উদ্ধার হল সুজিতের পচাগলা মৃতদেহ

প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সুপ্রিম কোর্টের এক মহিলা কর্মী। বিচার ব্যবস্থা নিয়ে সেই সময় নানা সমালোচনা শুরু হয়। মামলাটি যায় এসএ বোবদের এজলাসে। সব পক্ষের সওয়াল জবাব শুনে মামলাটি খারিজ করে দেন মধ্যপ্রদেশ বিচারপতি বোবদে। এছাড়াও এর আগে আধার মামলার রায় দেন তিনি। বহু চর্চিত অযোধ্যা মামলার শুনানিও হয় তাঁর এজলাসে। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছেন তিনি।

Read the full story in English

supreme court CJI
Advertisment