Advertisment

সেনা আলোচনায় এবার নজরে প্যাংগং-দেপসাং

'ইতিমধ্যেই প্যাংগং ও দেবসাংয়ের প্রায ৮ কিমি ভিতরে এসে পড়েছে লাল ফৌজ। ফলে চিন এই দুই জায়গা থেকে সরতে রাজি হলেও একই দূরত্বে ভারতীয় সেনার পক্ষে সরে যাওয়া কার্যত অসম্ভব।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্যাংগন ও দেপসাং থেকে লাল ফৌজের সরার কোনও লক্ষণই নেই।

সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে সহমত ভারত-চিন। শুক্রবার দু'দেশের কূটনৈতিক পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই পেট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ ও ১৭-এ থেকে সরে গিয়েছে ইন্দো-চিন সেনা। কিন্তু, প্যাংগন ও দেপসাং থেকে লাল ফৌজের সরার কোনও লক্ষণই নেই। ফলে ওই এলাকায় উত্তেজনা রয়েছে। দু'দেশের সেনা পর্যায়ের আগামী বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত প্যাংগন ও দেপসাং থেকে চিনা সেনা প্রত্যাহার বিষটিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিশেষ আগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন যে, আগামী তিন-চার দিনের মধ্যে দু'দেসের সেনা পর্যায়ের আলোচনা হবে। শুক্রবারের বৈঠকে এই মর্মেই সিদ্ধান্ত হয়েছে। তবে, হটলাইনে দু'দেশের উচ্চ-পর্যায় থেকে সবুজ সংকেত মিললেই সেনা পর্যায়ের বৈঠক চূড়ান্ত হবে।

গত ৩০ জুন ভারত-চিন সেনা পর্যায়ে বৈঠক হয়েছিল। সেখানে নিয়ন্ত্রণরেখা নিয়ে দু'দেশের বিরোধ প্রশমণে আলোচনা হয়। নিয়ন্ত্রণরেখায় এ দেশের ভূখণ্ড থেকে লাল ফৌজ সরানোর কথা বলে ভারতীয় সেনা। তবে, এবার আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে প্যাংগং ও দেপসাং থেকে চিনা সেনা প্রত্যাহারের বিষয়টি।

গালওয়ান, হট স্প্রিং বা গোগরা থেকে অনেকটাই সরেছে দু দেশের সেনা। উভয় দেশের সহমতের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়। তবে, ভারতীয় সেনার ক্ষেত্রে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্যাংগং ও দেবসাং। এই এলাকা থেকে এখনও পর্যন্ত চিনা বাহিনী সরতে নারাজ। মুখোমুখি দাঁড়িয়ে ইন্দো-চিন সেনাবাহিনীর জওয়ানরা। ফলে বাকি তিন জায়গার থেকে এই দুই জায়গাকে কেন্দ্র করে আলোচনা বেশ জটিল হবে বলেই মনে করা হচ্ছে।

পিপি-১৪, ১৫ ও ১৭-এ থেকে আপাতত বেশ কয়েক কিমি করে পিছনে সরেছে ভারত-চিন সেনা। কিন্তু, ইতিমধ্যেই প্যাংগং ও দেপসাংয়ের প্রায ৮ কিমি ভিতরে এসে পড়েছে লাল ফৌজ। ফলে চিন এই দুই জায়গা থেকে সরতে রাজি হলেও একই দূরত্বে ভারতীয় সেনার পক্ষে সরে যাওয়া কার্যত অসম্ভব। যা নিয়ে দুই দেশের মতানৈক্য জিইয়ে থাকতে পারে।

ভারতীয় সেনার আরেক অফিসার জানিয়েছেন যে, 'চিনা সেনা দেপসাং-প্যাংগং থেকে ৩ কিমি সরলে ভারতীয় বাহিনীর পক্ষে সেই দূরত্ব পিছনে যাওয়া অসম্ভব। তাহলে ভারতীয় সেনা মোট ১১ কিমি পিছনে সরবে। এলাকাগত ও কৌশলগত দিক থেকে এটা আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। তাই এখানে সেনা সরে যাওয়ার নীতি কিছুটা হলেও আলাদা হবে। তবে, যে করেই হোক এপ্রিলের যেমন শান্তি-স্থিতাবস্থা বজায় ছিল- প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে।'

বর্তমানে ফিঙ্গার-৪ থেকে ৮ এলাকায় চিনা বাহিনী অবস্থান করছে। ফিঙ্গার ৩-এ রয়েছে ভারতীয় সেনার বেস ক্যাম্প। ভারতীয় বাহিনীর মূল ক্যাম্পটি ফিঙ্গার ২য়ের পশ্চিমে অবস্থিত। শুক্রবার পর্যন্ত ফিঙ্গার-৪ থেকে ৮ পর্যন্ত পেট্রোলিং করতে পারেনি ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে দুই দেশের পরবর্তী সেনা বৈঠকে নজরে প্যাংগং-দেবসাং।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

india china standoff Indian army
Advertisment