দু বছরের পুরনো আইসিস যোগাযোগ কাণ্ডে কেরালায় ধৃত ১

এনআইএ জানিয়েছে, এই ষড়যন্ত্রের অংশীদার ১৪ জন অভিযুক্তের কেউ কেউ কাসারাগড় জেলায় ছিল। কেউ কেউ ছিল মধ্যপূর্ব এশিয়ায় তাদের কর্মস্থলে।

এনআইএ জানিয়েছে, এই ষড়যন্ত্রের অংশীদার ১৪ জন অভিযুক্তের কেউ কেউ কাসারাগড় জেলায় ছিল। কেউ কেউ ছিল মধ্যপূর্ব এশিয়ায় তাদের কর্মস্থলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

ইসলামিক স্টেট বা আইসিসের সঙ্গে যোগাযোগের সূত্রে ২৫ বছরের পলাতক এক যুবককে কেরালা থেকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)। আধিকারিকরা জানিয়েছেন, কেরালার কিছু যুবক আইসিসি অনুপ্রাণিত হয়ে পশ্চিম এশিয়ার একটি জঙ্গি গোষ্ঠীতে যোগদানের মামলায় এই গ্রেফতারি। কেরালার ওয়েন্নাড়ের হাবিব রহমানকে দু বছরের পুরনো কাসারাগড় মডিউল মামলায় গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে।

Advertisment

বিবৃতিতে বলা হয়েছে, “কেরালার কাসারাগড় জেলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ এবং তাদের সঙ্গীরা আইসিস দৈশের সঙ্গে যোগ দেওয়ার  এবং তাদের উদ্দেশ্য সাধনোর চেষ্টা করার ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৫র রমজানের সময় থেকে এই কার্যকলাপ চলছে।”

এনআইএ জানিয়েছে, এই ষড়যন্ত্রের অংশীদার ১৪ জন অভিযুক্তের কেউ কেউ কাসারাগড় জেলায় ছিল। কেউ কেউ ছিল মধ্যপূর্ব এশিয়ায় তাদের কর্মস্থলে। ২০১৬ সালের মে মাসের মাঝামাঝি এবং জুলাইয়ের শুরুতে তারা নিজ নিজ এলাকা পরিত্যাগ করে। এরপর তারা আফগানিস্তান এবং সিরিয়ার উদ্দেশে রওনা দেয় এবং সেখানে আইসিস দৈশ গোষ্ঠীর সঙ্গে যোগ দেয়।

Advertisment

এনআইএ জানিয়েছে, অভিযুক্ত নাশিদুল হামজফর এবং হাবিব রহমান এনক্রিপটেড সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পলাতক অন্য অভিযুক্ত আবদুল রশিদ আবদুল্লা এবং আশফাক মজিদের সঙ্গে যোগাযোগ রাখত।

ধৃত রহমানকে বৃহস্পতি এনআইএ মামলায় এর্নাকুলাম আদালতে তোলার কথা।

NIA