এলগার পরিষদ-ভীমা কোরেগাঁও মামলায় ৮ জনের নামে এনআইএ চার্জশিট

শুক্রবার মুম্বই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট (অতিরিক্ত চার্জশিট) পেশ করল এনআইএ। এই চার্জশিটে ৮ জনের নাম রয়েছে।

শুক্রবার মুম্বই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট (অতিরিক্ত চার্জশিট) পেশ করল এনআইএ। এই চার্জশিটে ৮ জনের নাম রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
elgaar parishad, এলগার পরিষদ, elgar parishad case

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এলগার পরিষদ-ভীমা কোরেগাঁও মামলায় শুক্রবার মুম্বই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট (অতিরিক্ত চার্জশিট) পেশ করল এনআইএ। এই চার্জশিটে ৮ জনের নাম রয়েছে।

Advertisment

এ ঘটনার তদন্তভার পুণে পুলিশের হাত থেকে নেওয়ার পর প্রথম চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিটে নাম রয়েছে শিক্ষাবিদ আনন্দ তেলতুম্বদে, সমাজকর্মী গৌতম নভালাখা, দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের সহযোগী অধ্য়াপক হ্য়ানি বাবু, সাংস্কৃতিক দল কবীর কলা মঞ্চের সদস্য় সাগর গোরখে, রমেশ গাইচোর, জ্য়োতি জাগতাপ, ঝাড়খণ্ডের সমাজকর্মী স্টান স্বামী, পলাতক অভিযুক্ত মিলিন্দ তেলতুম্বদের।

এর আগে, ৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল পুণে পুলিশ। সুরেন্দ্র গ্য়াডলিং, মহেশ রাউত, সুধীর ধাওয়ালে, রোনা উইলসন, অরুণ ফেরিয়ারা, ভার্নন গনসেলভস, পি ভারাভারা রাও, সোমা সেন, সুধা ভরদ্বাজের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল।

Advertisment

বৃহস্পতিবার এলগার পরিষদ মামলায় ঝাড়খণ্ডের সমাজকর্মী ৮৩ বছর বয়সী ফাদার স্টান স্বামীকে গ্রেফতার করল এনআইএ। এই মামলায় ১৬ জন ধৃতদের মধ্যে স্টান স্বামীই সবচেয়ে প্রবীণ। এর আগে জুলাই ও আগাস্টে খ্রিস্টান যাজক স্টান স্বামীকে এনআইএ-র তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে চলতি সপ্তাহেই সংস্থার মুম্বই দফতরের দেখা করার জন্য তাঁকে সমন পাঠায় এনআইএ।

উল্লেখ্য়, ভিমা-কোরেগাঁও এলাকায় ২০১৮ সালের জানুয়ারি মাসে দলিত সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়েছিল। উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে দলিতদের সংঘর্ষে হয়। এই ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯ জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাঁদের বিরুদ্ধে এলগার পরিষদ মামলা রুজু হয়। অভিযোগ, এলগার পরিষদের সঙ্গে সরাসরি নকশালপন্থী তথা নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীদের যোগ রয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news