লশকর এ তৈবার প্রধান হাফিজ সঈদ, হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিন এবং ২৬-১১-র মূল চক্রী জাকি উপর রহমান লকভি, এরা সকলেই রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাকাডেমি (এনআইএ)-র মোস্ট ওয়ান্টেড তালিকায়। তবে পাকিস্তানের এসব সন্ত্রাসবাদীর মাথার দাম ধার্য করেনি এন আইএ, কিন্তু তেলেঙ্গানার এক মাওবাদী নেতার মাথার দাম সবচেয়ে বেশি ধার্য করা হয়েছে।
শনিবার এনআইএ-র তরফ থেকে টুইটারে মোস্ট ওয়ান্টেড পলাতকদের একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জনগণের কাছে এঁদের পাকড়াও করার ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে। সংস্থা নিসছিত করেছে যে, যাঁরা খবর দেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। যাঁদের কাছে পলাতকদের তথ্য রয়েছে, তাঁরা assistance.nia@gov.in মেল আইডি তে মেল করতে পারেন বা ফোন করতে পারেন 011-24368800 এই নম্বরে।
আরও পড়ুন, Amritsar train accident: এত চিতা আগে দেখেনি এ শ্মশান
এনআইএ প্রকাশিত পলাতকদের তালিকায় মোট ২৫৮ জনের নাম রয়েছে। এঁদের মধ্যে ১৫ জন মহিলা। তালিকাভুক্ত অধিকাংশের বিরুদ্ধেই ইন্টারপোল নোটিস জারি করেছে। এদের কারও বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী কাজকর্ম’, কারও বিরুদ্ধে ‘জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া’, অথবা ‘বিস্ফোরক স্থাপন করা’-র অভিযোগ রয়েছে। তালিকায় কয়েকজন মাওবাদীর নামও রয়েছে, যাদের খোঁজা হচ্ছে ‘ভারত সরকারের বিরদ্ধে যুদ্ধ ঘোষণা’ এবং অস্ত্রশস্ত্র ও প্রচুর পরিমাণ অর্থ বহন করা’-র জন্য। মোট ৯৮ জন পলাতকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে এবং তাদের ছবির পাশে লাল বিন্দু দেওয়া রয়েছে।
NIA need your help in locating fugitives. If you have any information, please call at 011-24368800 or mail at assistance.nia@gov.in
Your identity shall be kept secret. Help us in making India safer. Here is the list of most wanted in NIA cases.https://t.co/S7hB56H3Lm— NIA India (@NIA_India) October 20, 2018
তালিকার মোট ৫৭ জনের মাথার দাম ধার্য করা হয়েছে। যাদের মাথার দাম ধার্য করা হয়েছে, তাদের ছবির পাশে একটি রুপির চিহ্ন জ্বলজ্বল করছে। সেখানে কার্সার নিয়ে গেলে কত টাকা মাথার দাম ধার্য করা হয়েছে তা দেখা যাচ্ছে। মুপাল্লা লক্ষণ রাও ওরফে গণপতির মাথার দাম সবচেয়ে ধার্য করা হয়েছে, ১৫ লক্ষ টাকা। গোয়েন্দা রিপোর্ট অনুসারে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের শীর্ষনেতা গণপতি ২০১৭ সালে বিহারের গয়ায় থাকলেও, এখন কোথায় আছেন তা জানা যায় না। তাঁর সম্ভাব্য উত্তরাধিকারী নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজের নামও রয়েছে তালিকায়। তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা। আধিকারিকদের মতে কেশবরাজ বিস্ফোরক ব্যাপারে বিশেষজ্ঞ এবং সামরিক রণকৌশল সম্পর্কে তাঁর খুবই ভাল ধারণা রয়েছে।
তালিকায় ১৫ জন পাকিস্তানির নাম রয়েছে। লকভি, হাশিম সঈদ, হাফিজ সঈদ এবং সাজিদ মজিদ সহ এদের অধিকাংশের বিরুদ্ধেই রেড কর্নার নোটিস রয়েছে। ২৬-১১-র মুম্বই হামলার ঘটনায় জড়িত ডেভিড হেডলির নামও এই তালিকায় রয়েছে। পাকিস্তানিদের মধ্যে হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী জুনেইদ আক্রম মালিকের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
ওসামা বিন লাদেনের হত্যার পর, ২০১১ সালে প্রথমবার ভারত পলাতক তালিকা প্রকাশ করে। সে তালিকায় ৫০ জনের নাম ছিল। অভিযোগ ছিল তারা পাকিস্তানে লুকিয়ে রয়েছে। এই তালিকা তৈরি হয়েছে সিবিআই, অনআইএ, আইবি এবং অন্যান্য সংস্থার মধ্যে আলোচনার মাধ্যমে।